বাবনা করিমের লেখা যত গান -- একদিন আমি হেঁটে চলছি পথে একা

বাবনা করিম বাংলা ব্যান্ড ইতিহাসে এক রূপকথার নাম। একজন কন্ঠশিল্পী, বেইজিস্ট, সুরকার, সঙ্গীত পরিচালক এবং একজন গীতি কবি। ব্যান্ড ওয়ারফেজের সাথে বহু দিন ছিলেন এবং ব্যান্ড ওয়ারফেজকে এত দূর এত বছর পথচলার শুরুটা সুন্দর করতে একজন বাবনা করিমের অবদান অনেক। উচ্চ শিক্ষা ও নিজের ক্যারিয়ার গড়ার জন্য বিদেশ পাড়ি দেওয়ায় কারনে ওয়ারফেজ থেকে দূরে চলে যাওয়া। বাবনা করিম পেশায় প্রকৌশলী হলৌ নিজেকে পার্ট টাইম মিউজিশিয়ান পরিচয় দিতে পছন্দ করেন। তিনি বিশ্বাস করেন গানের মাধ্যমে সমাজের গভীর সত্যিটা বলা যায়। । 


বাবনা করিম যার পুরো নাম মেহমুদ জাগলুর করিম। শুভ জন্মদিনের দিনটা ৪ ডিসেম্বর আর সাল ১৯৬৯। ওয়ারফেজ ব্যান্ডের প্রতিষ্ঠাকালীন একজন সদস্য হিসেবে ১৯৯১ সালে প্রথম প্রকাশিক অ্যালবাম “ওয়ারফেজ” এ নিজের লেখা গান, সেই গানে সুর এবং সেই গানে মিউজিক আয়োজনে সাতটি গান ছিলো অসাধারনের উপর কিছু। 

একটি ছেলে হাঁটছে একা, বসে আছি একা কাঁচা রোদ বিকেলে উদাস, মনে পড়ে যায় আমার কৈশোর, বৃষ্টি নেমেছে রিমঝিমরিম সুরের লহরী বা বিচ্ছিন্ন আবেগ টাইটেলের সেই কালজয়ী গানটা। তার তিন বছর পর ১৯৯৪ সালে প্রকাশিত হয় ওয়ারফেজের কালজয়ী অ্যালবাম “ অবাক ভালবাসা”। এর পুরোটাই বাবনা করিম ময় বলা যায়। নয়টি গানের জন্ম তার হাতেই লেখা। সব আলো নিভে যাক আঁধারে শুধু জেগে থাক ঐ দুরের তারারা আহা বাংলা ব্যান্ডের মাইলস্টোন। ১৯৯৭ সালে ওয়ারফেজের প্রকাশিত তৃতীয় অ্যালবামের চারটি গান ছিলো তাঁর লেখা সুর করেছিলো আরো দুই একটায় এর পরই ওয়ারফেজ ছেড়ে পাড়ি জমান সূদর আমেরিকায় উচ্চ শিক্ষার জন্য।  দূর পরবাসে RBR নামে ব্যান্ড করেন পুরনো দুই সহযোদ্ধাকে নিয়ে। ২০০৮ সালে তাঁরই লেখা সুর ও কন্ঠে একটি অ্যালবাম প্রকাশ করেন। বাবনা করিমের সেসব গানের কথা বা লিরিক্স সবার জন্য। 


(১)- একটি ছেলে
কথা- বাবনা করিম
কন্ঠ- সঞ্জয়
ব্যান্ড- ওয়ারফেজ
অ্যালবাম- ওয়ারফেজ
সময়-১৯৯১

একটি ছেলে হাঁটছে একা
ঝর্না ধোয়া ছোট্ট পথে
বৃষ্টি ভেজা হালকা রোদে
জানে না জীবন কাকে বলে
পাহাড়ি শ্যামল ছায়ায়
জীবন তার স্বপ্নে ঘেরা
কোত্থেকে এক ঝড়ো হাওয়া
এসে নিয়ে গেল তাকে
চারিদিকে সব নেকড়ের দল
আঁকড়ে ধরে শক্ত করে
কুৎসিত সব গর্জনে
ভেঙ্গে দেয়
ভেঙ্গে দেয় স্বপ্ন
কই তার ছোট্ট আপন
ভালোবাসার নিবিড় বাঁধন
ভেসে গেল ছবি গুলো
জানে না জীবন সে চেনে না
মরুময় তপ্ত বুকে
মরীচিকার মিছে আশায়
ছুটে গিয়ে দেখতে পেল
হায় হায় হায় হায়
চারিদিকে সব শকুনের দল
অপেক্ষায় মাথার উপর
নৃশংস দৃষ্টি দিয়ে
ভেঙ্গে দেয়
ভেঙ্গে দেয় স্বপ্ন
একটি ছেলে হাঁটছে একা
ঝর্না ধোয়া ছোট্ট পথে
বৃষ্টি ভেজা হালকা রোদে
জানে না জীবন কাকে বলে
পাহাড়ি শ্যামল ছায়ায়
জীবন তার স্বপ্নে ঘেরা
কোত্থেকে এক ঝড়ো হাওয়া
এসে নিয়ে গেল তাকে
চারিদিকে সব নেকড়ের দল
আঁকড়ে ধরে শক্ত করে
কুৎসিত সব গর্জনে
ভেঙ্গে দেয়
ভেঙ্গে দেয় স্বপ্ন
অথচ কত সুন্দর হতে পারতো এ জীবন
শকুন যদি হতো শান্তির পায়রা
অথচ কত সুন্দর হতে পারতো এ জীবন
নেকড়ে যদি হতো হরিণীর অঞ্জন
তবুও ধরে নেকড়ের দল
তবুও ধরে শকুনের দল
জীবনে নামে কাল-বৈশাখ
ভেঙ্গে দেয়
ভেঙ্গে দেয় স্বপ্ন
একটি ছেলে হাঁটছে একা
ঝর্না ধোয়া ছোট্ট পথে
বৃষ্টি ভেজা হালকা রোদে
জানে না জীবন কাকে বলে
পাহাড়ি শ্যামল ছায়ায়
জীবন তার স্বপ্নে ঘেরা
কোত্থেকে এক ঝড়ো হাওয়া
এসে নিয়ে গেল তাকে
চারিদিকে সব নেকড়ের দল
আঁকড়ে ধরে শক্ত করে
কুৎসিত সব গর্জনে
ভেঙ্গে দেয়
ভেঙ্গে দেয় স্বপ্ন

(২)- বসে আছি 
কথা- বাবনা করিম
কন্ঠ- সঞ্জয়
ব্যান্ড- ওয়ারফেজ
অ্যালবাম- ওয়ারফেজ
সময়-১৯৯১

বসে আছি একা
কাঁচা রোদ বিকেলে উদাস
বৃষ্টি শেষে রূপালী আকাশ
মেঘে জানালাতে
ঝিলমিল সোনালী আভায়
ঝিরঝির বয় হিমেল বাতাস
সোনালী আভায়
সাথে ফিরি আমি মেঘে মেঘান্তরে
হিমেল বাতাসে ডানা মেলি আমি
দূরে দূরান্তরে
বসে আছি একা
কাঁচা রোদ বিকেলে উদাস
বৃষ্টি শেষে রূপালী আকাশ
মেঘে জানালাতে
ঝিলমিল সোনালী আভায়
ঝিরঝির বয় হিমেল বাতাস
পাখীরা সব মেতেছে আজ কুঞ্জবনে
মাতাল করেছে এই মন
গানে গানে নিবিড়ে আজ
কেটে যায় এ’ক্ষণ
প্রজাপতি হয়ে ফিরবো ফুলে ফুলে
তবু কেন এত ব্যথা
জাগে মনে অশ্রুধারা
হৃদয়…
বসে আছি একা
কাঁচা রোদ বিকেলে উদাস
বৃষ্টি শেষে রূপালী আকাশ
মেঘে জানালাতে
ঝিলমিল সোনালী আভায়
ঝিরঝির বয় হিমেল বাতাস
পাখীরা সব মেতেছে আজ কুঞ্জবনে
মাতাল করেছে এই মন
গানে গানে নিবিড়ে আজ
কেটে যায় এ’ক্ষণ

(৩)- স্বাধিকার
কথা- বাবনা করিম
কন্ঠ- সঞ্জয়
ব্যান্ড- ওয়ারফেজ
অ্যালবাম- ওয়ারফেজ
সময়-১৯৯১

তুমি কি দেখেছো দুঃসময়ের সন্তান
চিৎকার করে জানায় অধিকারের কথা
তুমি কি শুনেছো এ সময়ের চিৎকার
কন্টকে পা বাড়ায় কিসের হতাশায়
তুমি কি দিয়েছো তোমার ঐ সাথীদের
যারা উপরে তাকায় তোমায় উপর ভেবে
তুমি কি জানোনা আকাশের তারারা
নিভে গেলে একে একে সবই আঁধার তিমির
তুমি কি দেখেছো দুঃসময়ের সন্তান
চিৎকার করে জানায় অধিকারের কথা
তুমি কি শুনেছো এ সময়ের চিৎকার
কন্টকে পা বাড়ায় কিসের হতাশায়
তুমি কি দিয়েছো তোমার ঐ সাথীদের
যারা উপরে তাকায় তোমায় উপর ভেবে
তুমি কি জানোনা আকাশের তারারা
নিভে গেলে একে একে সবই আঁধার তিমির
আমরা তো দেখতে চাই ভোরের সূর্য লাল
রাত পেরিয়ে আসা ধৈর্যের সুখ
বহুদূর পথ এখনও পড়ে আছে
জমা হওয়া বিষণ্ণতা ভেঙ্গে সামনে
সীমানা দেখা যায় নতুন আশা জাগায়
হতাশা মুছে যায় নতুন সূর্য লাল
তুমি কি দিয়েছো তোমার ঐ সাথীদের
যারা উপরে তাকায় তোমায় উপর ভেবে

(৪)- কৈশোর
কথা- বাবনা করিম
কন্ঠ- সঞ্জয়
ব্যান্ড- ওয়ারফেজ
অ্যালবাম- ওয়ারফেজ
সময়-১৯৯১

মনে পড়ে যায় আমার কৈশোর
স্মৃতি হারানো সেই সুর
আজও ভুলি নি সেই দিনগুলি
মনে পড়ে যায় আবার ফিরে আসে
আবার ফিরে আসে
তুমি নেই আজ তাই কত ব্যথা
সবই আছে শুধু তুমি ছাড়া
আমার এ জীবনে তুমি ছিলে
নেমে আসা রাতে সন্ধ্যাতারা
মনে পড়ে যায় আবার ফিরে আসে
আবার ফিরে আসে
ঘরের আলো যখন নিভে যাবে
আমিও যখন থাকবো না এ ঘরে
আবারো সেখানে দেখা হবে
জীবনের ওপারে অন্যভাবে
মনে পড়ে যায় আবারো ফিরে আসে
আবার ফিরে আসে
মনে পড়ে যায় আমার কৈশোর
স্মৃতি হারানো সেই সুর
আজও ভুলি নি সেই দিনগুলি
মনে পড়ে যায় আবার ফিরে আসে
আবার ফিরে আসে

(৫)- রাত্রি
কথা- বাবনা করিম
কন্ঠ- সঞ্জয়
ব্যান্ড- ওয়ারফেজ
অ্যালবাম- ওয়ারফেজ
সময়-১৯৯১

ছুটেছি আমি রাতের আঁধার মাঝে
ঠিকানা বিহীন পথিক আজ আমি
আমার জগতে ছুটে সবই লক্ষ্যহীন
রাতের আঁধারে
ছুটেছি আমি রাতের আঁধার মাঝে
ঠিকানা বিহীন পথিক আজ আমি
আমার জগতে ছুটে সবই লক্ষ্যহীন
রাতের আঁধারে
ছুটেছি আমি রাতের আঁধার মাঝে
পথহারা আজ আমি নিষ্ঠুর দেয়ালে
আঁধার আমি, ছুটি আমি লক্ষ্যহীন
রাতের আঁধারে
কোন দিন ফিরবো এই পথ থেকে সরে এসে
কোন দিন ভাঙবো এই আঁধারের শিকল
মুক্ত হবো নিবিড় আলোতে
ছুটে যাবো উদাস সাগরে
ছুটেছি আমি রাতের আঁধার মাঝে
ঠিকানা বিহীন পথিক আজ আমি
আমার জগতে ছুটে সবই লক্ষ্যহীন
রাতের আঁধারে
ছুটেছি আমি রাতের আঁধার মাঝে
পথহারা আজ আমি নিষ্ঠুর দেয়ালে
আঁধার আমি, ছুটি আমি লক্ষ্যহীন
রাতের আঁধারে………………

(৬)- বৃষ্টি নেমেছে
কথা- বাবনা করিম
কন্ঠ- বাবনা করিম
ব্যান্ড- ওয়ারফেজ
অ্যালবাম- ওয়ারফেজ
সময়-১৯৯১

বৃষ্টি নেমেছে রিমঝিমরিম সুরের লহরী
নিঝুম রাতে
বৃষ্টি নেমেছে কত স্মৃতি বুকে নিয়ে
উদাস করেছে এই রাত।
বৃষ্টি নেমেছে মনে পড়ে যায় আমার গাঁ
বৃষ্টি নেমেছে ঐ মাটির ভালোবাসায়
বার বার শুধু ডাকে
ফিরে আয় আয় আয়।
স্মৃতির দুয়ার খুলে আমি
পায়ে চলেছি মেঠো পথে
কাশবন আর ঐ নদীর বাঁকে
আমি সুর করি
ঐ মাছরাঙা পাখির রঙে
আমি গান ধরি
ঐ শিস দেয়া পাখির ডাকে
স্মৃতির দুয়ার খুলে আমি
শুয়ে আছি কোন বট তলে
নিঝুম আকাশে তারার হাসি
আমি সুর করি
ঐ নিঝুম রাতের কোলে
আমি গান ধরি
ঐ জেগে থাকা তারার ভাষায়।
বৃষ্টি নেমেছে রিমঝিমরিম সুরের লহরী
নিঝুম রাতে
বৃষ্টি নেমেছে কত স্মৃতি বুকে নিয়ে
উদাস করেছে এই রাত।।

(৭)- বিচ্ছিন্ন আবেগ
কথা- বাবনা করিম
কন্ঠ- তুষার আহমেদ (ইন ঢাকা)
ব্যান্ড- ওয়ারফেজ
অ্যালবাম- ওয়ারফেজ
সময়-১৯৯১

একদিন আমি হেঁটে চলছি পথে একা
হঠাৎ হোঁচট খেয়ে থমকে দেখি
চারিদিকে আঁধার
আঁধার আর আঁধার
আঁধার আর অজ্ঞতা
কোনদিন আমি গাইবো সেই গান
যে গানে থাকবে না মলিন অহংকার
কোনদিন আমি গাইবো সেই গান
যে গানে থাকবে শুধু জোৎস্নার স্বচ্ছতা।
আলোয় আলোয় ভরা চারিদিকে
তবুও কেন ঘরে এত আঁধার
শুনি তবু শুনি না
বুঝি তবু বুঝি না
গানের মত গান নেই কেন তাই
কোনদিন আমি গাইবো সেই গান
যে গানে থাকবে মহাশূন্যের উদারতা
কোনদিন আমি গাইবো সেই গান
যে গানে থাকবে সাগরে গাঙচিলের ডাক।
বন্দী আমি নিজেরই স্তব্ধতায়
কণ্ঠে আমার নেই কোন সুর
বন্ধ জানালার পাশে বসে আছি
ফুলের সুবাস পাই
আলোর দরজা খুলেও কেন খুলিনা
বারবার শুধু ছিটকে পড়ি
অশ্লীল কারাগারে
কি যেন কি পাবার
মোহে
মোহে
একদিন আমি হেঁটে চলছি পথে একা।।


-----------------------------------------------
(৮)- অন্ধ জীবন
কথা- বাবনা করিম
কন্ঠ- সঞ্জয়
ব্যান্ড- ওয়ারফেজ
অ্যালবাম- অবাক ভালবাসা
সময়-১৯৯৪

অন্ধ জীবন ক্ষুণ্ণ বিষণ্ণ মরণ
স্নিগ্ধ বাগান তবু মাকাল ফলের ফলন
বন্ধ ঠোঁটে না বোঝা কথার বলন
দুর্বল পায়ে অহংকারী চলন
চোখের দৃষ্টি যদি জানালার বাইরে নেই
তোমার এই পথ যদি হয় অন্যের গড়া
অন্ধ এ জীবন
ভঙ্গুর ঘরে তোমার সুখের যাপন
ছিন্ন বস্ত্র তোমার গায়ের পরন
চলার পথে তোমার হাজার মরণ
পুরনো বিশ্বাসে নিমগ্ন তোমার এ মন
মনের দৃষ্টি যদি দীপ জ্বেলে না যায়
তোমার ঐ ঘুমে যদি জেগে উঠা না আসে
বিষণ্ণ মরণ
অন্ধ জীবন ক্ষুণ্ণ বিষণ্ণ মরণ
স্নিগ্ধ বাগান তবু মাকাল ফলের ফলন
তোমার নিজের ঝর্নাতে
মিষ্টি মধুর কত যে সুর
সে ঝর্নার যদি হয় নির্বাসন
অকারণ নেয় যদি সেই আসন
অন্ধ এ জীবন
অন্ধ জীবন ক্ষুণ্ণ বিষণ্ণ মরণ
স্নিগ্ধ বাগান তবু মাকাল ফলের ফলন
বন্ধ ঠোঁটে না বোঝা কথার বলন
দুর্বল পায়ে অহংকারী চলন
চোখের দৃষ্টি যদি জানালার বাইরে নেই
তোমার এই পথ যদি হয় অন্যের গড়া
অন্ধ এ জীবন……………………..

(৯)- যখন
কথা- বাবনা করিম
কন্ঠ- বাবনা করিম
ব্যান্ড- ওয়ারফেজ
অ্যালবাম- অবাক ভালবাসা
সময়-১৯৯৪

যখন মেঘের চাদর টেনে
আবছা জেগে জ্যোৎস্না
টিপ টিপ বৃষ্টি
জেনো আমি পাশে তোমার
এক সাথে ভিজছি
যখন সুরুজ দিনের
মাতাল হাওয়ায়
এলোমেলো তোমার চুল
জেনো আমি পাশে তোমার
তোমায় দেখছি
যখন আমি থাকবনা
মনে রেখো আমার এই গান
যখন আমি থাকবনা
মনে রেখো আমার এই গান
যখন
যখন আমি থাকবনা
মনে রেখো আমার এই গান
যখন আমি থাকবনা
মনে রেখো আমার এই গান
যখন ছায়াঘেরা সবুজের বন
হাতছানিতে ডাকে নিবিড়ে
জেনো আমি পাশে তোমার
হাত ধরে হাঁটছি
যখন বাতাসের ঘ্রাণ চমকে থাকে
এক দমকা খুশিতে
জেনো আমি পাশে তোমার
চোখে জল হাসছি
যখন আমি থাকবনা
মনে রেখো আমার এই গান
যখন আমি থাকবনা
মনে রেখো আমার এই গান
যখন

(১০)- কেউ নেই একা
কথা- বাবনা করিম
কন্ঠ- সঞ্জয়
ব্যান্ড- ওয়ারফেজ
অ্যালবাম- অবাক ভালবাসা
সময়-১৯৯৪

কেউ নেই একা ঘুমিয়ে
নিশ্চুপ শহর
গভীর কালো আকাশ পটে
সাথী হারা একরাশ সাদা মেঘ
চুপ দাঁড়িয়ে আমার সাথী
মুগ্ধ জেগে রয় ঐ
আকাশের তারা
যেন কালো পর্দায়
বোনা নকশিকাঁথা
পূর্ণিমায় আলোয় গাছের
ছায়ায় বসে
ভাবছি আমার শুরু কোথায়
ভাবছি আমার শেষ কোথায়
ভাবছি আমার শুরু কোথায়
ভাবছি আমার ঠিকানা কোথায়
কেউ নেই একা ঘুমিয়ে
নিশ্চুপ শহর
গভীর কালো আকাশ পটে
সাথী হারা একরাশ সাদা মেঘ
চুপ দাঁড়িয়ে আমার সাথী

(১১)- অবাক ভালোবাস
কথা- বাবনা করিম
কন্ঠ- বাবনা করিম
ব্যান্ড- ওয়ারফেজ
অ্যালবাম- অবাক ভালবাসা
সময়-১৯৯৪

সব আলো নিভে যাক আঁধারে
শুধু জেগে থাক ঐ দুরের তারারা
সব শব্দ থেমে যাক নিস্তব্ধতায়
শুধু জেগে থাক এই সাগর
আমার পাশে
সব বেদনা মুছে যাক স্থিরতায়
হৃদয় ভরে যাক অস্তিত্বের আনন্দে
হৃদয় গভীরে অবাক দৃষ্টিতে
থমকে দাঁড়িয়েছে মহাকাল এখানে।
শুভ্র বালির সৈকতে
এলোমেলো বাতাসে গিটার হাতে
নিস্তব্ধতা চৌচির
উন্মাদ ঝংকারে কাঁদি অবাক সুখের কান্না
যেন চুনি হিরা পান্না
সাগরের বুকে
আলপনা এঁকে দিয়ে যায়
অবাক ভালোবাসায়
অবাক ভালোবাসায় ।।
সব আলো নিভে যাক আঁধারে
শুধু জেগে থাক ঐ দুরের তারারা
সব শব্দ থেমে যাক নিস্তব্ধতায়
শুধু জেগে থাক এই সাগর
আমার পাশ।।
সব কষ্ট বয়ে যাক সুখের ঝড়
হৃদয় ভরে যাক সহজ নীল স্বপনে
হৃদয় গভীরে অবাক দৃষ্টিতে
থমকে দাঁড়িয়েছে মহাকাল এখানে।
শুভ্র বালির সৈকতে
এলোমেলো বাতাসে গিটার হাতে
নিস্তব্ধতা চৌচির
উন্মাদ ঝংকারে কাঁদি অবাক সুখের কান্না
যেন চুনি হিরা পান্না
সাগরের বুকে
আলপনা এঁকে দিয়ে যায়
অবাক ভালোবাসায়
অবাক ভালোবাসা।।

(১২)- নির্বাসন
কথা- বাবনা করিম ও বাপ্পী খান
কন্ঠ- সঞ্জয়
ব্যান্ড- ওয়ারফেজ
অ্যালবাম- অবাক ভালবাসা
সময়-১৯৯৪

আমাদের ভালোবাসা কোন কারণে
একাকী করেছে দুজনাকে
হৃদয়ে ধুলো জমা জীবনের পথে
নিঃস্ব হয়েছি আমি
জানাতে চাইনি ,পালাবার কারণ
নীরব থেকেছি, নিথর হয়ে
দৃষ্টিটা শুধু ঝাপসা ছিলো যে
অন্যরকম এক চোখের জলে
বেদনার আবেগে
প্রশ্বাস নেয়া আর নিঃশ্বাস ছাড়তে গিয়ে
জীবন আমার থমকে
আসন্ন এক মরণে
আমাদের ভালোবাসা,কোন কারণে
একাকী করেছে দুজনাকে
হৃদয়ে ধুলো জমা জীবনের পথে
নিঃস্ব হয়েছি আমি
সেই তখন থেকেই আমাদের পথ
মোড় নিয়েছে অন্য বাকে
এলোমেলো এই পাথর পথে
হাঁটছি এখন স্মৃতি পাতায় একা
অন্য ভুবনে যাবার সময়
এ নয় আমার ভালোবাসার পরাজয়
তোমার হৃদয়ের কষ্ট কমাতে
এ আমার ভালোবাসা

(১৩)- শেখানো বর্ণনা
কথা- বাবনা করিম
কন্ঠ- সঞ্জয়
ব্যান্ড- ওয়ারফেজ
অ্যালবাম- অবাক ভালবাসা
সময়-১৯৯৪

এই তো এই নিঝুম রাত
স্বপ্নিল এই তারার সাজ
ছন্দে গড়া এই তাজ
এই পৃথিবী
এই তো এই সবুজ মাঠ
আকাশের এই নীল বরণ
আমার দেহের গড়ন
এই পৃথিবী
এই তো এই পৃথিবী
শেখানো দৃষ্টির শেখানো ছবি
এই তো এই পৃথিবী
শেখানো বর্ণনা
এই তো এই নিঝুম রাত
স্বপ্নিল এই তারার সাজ
ছন্দে গড়া এই তাজ
এই পৃথিবী
এই তো এই সবুজ মাঠ
আকাশের এই নীল বরণ
আমার দেহের গড়ন
এই পৃথিবী
এই তো এই পৃথিবী
শেখানো দৃষ্টির শেখানো ছবি
এই তো এই পৃথিবী
শেখানো বর্ণনা
এই তো এই পৃথিবী
শেখানো দৃষ্টির শেখানো ছবি
এই তো এই পৃথিবী
শেখানো বর্ণনা
এই তো এই চেনা পথ
চেনা ঘর আর চেনা রথ
ছকে বাধা নিয়ম
এই পৃথিবী
এই তো আমার ধরন
খুঁজি শুধু কারণ
সুপ্ত আমার এ মন
এই পৃথিবী
এই তো এই পৃথিবী
শেখানো দৃষ্টির শেখানো ছবি
এই তো এই পৃথিবী
শেখানো বর্ণনা

(১৪)- অন্য ভুবন (একটি ছেলে ক্রমশ)
কথা- বাবনা করিম
কন্ঠ- সঞ্জয়
ব্যান্ড- ওয়ারফেজ
অ্যালবাম- অবাক ভালবাসা
সময়-১৯৯৪

ভেঙ্গে যায় ঘুম অকারণ দুঃস্বপ্নে
পৃথিবী যেন সাজানো এলোমেলো
কালবৈশাখীর উন্মাদ দাপটে
ভেঙ্গে দেয় ঘুম
ভেঙ্গে দেয়…..ভেঙ্গে দেয় স্বপ্ন
ভেঙ্গে যায় ঘুম অকারণ দুঃস্বপ্নে
স্বপ্নই যেন কেমন প্রবল বাস্তব
শকুনের বাজে দৃষ্টি
নেকড়ের গর্জনে
ভেঙ্গে দেয় ঘুম
ভেঙ্গে দেয়…..ভেঙ্গে দেয় স্বপ্ন
নিঃশ্বাসে আমার আতঙ্কের ছোঁয়া
হৃদপিণ্ড আমার ছিটকে যেন বেরোয়
ঘামে ভেজা শরীর বড় ক্লান্ত
বিশ্বাস না হয় বাইরে শুনশান সুন্দর পৃথিবী
ঝিঝির মায়াবী ডাক পূর্ণিমা আকাশে
জানালা ভেঙ্গে আমার ঘরে উল্লাস হাওয়ার
নিঃশ্বাসে আমার আতঙ্কের ছোঁয়া
হৃদপিণ্ড আমার ছিটকে যেন বেরোয়
ভেঙ্গে যায় ঘুম অকারণ দুঃস্বপ্নে
পৃথিবী যেন সাজানো এলোমেলো
কালবৈশাখীর উন্মাদ দাপটে
ভেঙ্গে দেয় ঘুম
ভেঙ্গে দেয়…..ভেঙ্গে দেয় স্বপ্ন
বিছানা জুড়ে আমার এই ছায়া
বড় স্পষ্ট,প্রবল বাস্তব
বিছানা জুড়ে আমার এই ছায়া
বড় স্পষ্ট,প্রবল বাস্তব
স্বপ্ন যেন কেমন প্রবল বাস্তব
তবে কি এ বাস্তব কারো কোন স্বপ্ন
তবে কি আমি কারো ছায়া?
ভেঙ্গে যায় ঘুম অকারণ দুঃস্বপ্নে
স্বপ্ন যেন কেমন প্রবল বাস্তব
শকুনের বাজে দৃষ্টি
নেকড়ের গর্জনে
ভেঙ্গে দেয় ঘুম
ভেঙ্গে দেয়…..ভেঙ্গে দেয় স্বপ্ন

(১৫)- নীল স্বপন
কথা- বাবনা করিম
কন্ঠ- সঞ্জয়
ব্যান্ড- ওয়ারফেজ
অ্যালবাম- অবাক ভালবাসা
সময়-১৯৯৪

তারা ভরা এই রাতে ডাকে
আমার গভীর আকাশে
আকাশের ঐ নীল গহীনে
স্বপনের নীড়ে।
সাদা মেঘের ভেলায়
উদাসী রাতের হাওয়ায়
এ পূর্নিমায়
ভেসে থাকি নীল স্বপনে
তারা ভরা এই রাত ডাকে
আমার গভীর আকাশে
ভেসে আসা সাদা
ফুলের সুবাসে
গাছের নিবিড় ছোঁয়ায়
আলোর বন্যাতে
সোহাগী পরশে
হৃদয় আমার যে হারায়।
কে যেন ডেকে যায়
হৃদয়ের গভীর স্রোতে
নিবিড় ছুঁয়ে যায়
আমার জাগায় সারারাতি
তারা ভরা এই রাত ডাকে
আমার গভীর আকাশে

(১৬)- এক + এক = দুই
কথা- বাবনা করিম
কন্ঠ- বাবনা করিম
ব্যান্ড- ওয়ারফেজ
অ্যালবাম- অবাক ভালবাসা
সময়-১৯৯৪

এক আর এক-এ দুই যে সত্য
শুধুই তোমার আশেপাশে 
বলতে পারনা যে সত্য
সৃষ্টির সবখানে
তোমার যুক্তি সে তো
তোমার দৃষ্টি যতদূর যায়
তোমার কর্ণ যতটুকু পায়
তোমার অনুভূতি যতটুকু চায়
তোমার যুক্তি করেনা যেন
সীমার লঙ্গন
বেঁধে কর তারে বন্দী
তোমার আশেপাশে।।


----------------------------------------
(১৭)- রূপাচাঁদ
কথা- বাবনা করিম
কন্ঠ- সঞ্জয়
ব্যান্ড- ওয়ারফেজ
অ্যালবাম- জীবনধারা
সময়-১৯৯৭

ও গো রূপাচাঁদ কাজল কালো জলে
আছো ছড়িয়ে নিবিড়ে
কোমল নরম নীলের আবেশে
আছো ছড়িয়ে সারাটা
ও গো রূপাচাঁদ কাজল কালো জলে
আছো ছড়িয়ে নিবিড়ে
কোমল নরম নীলের আবেশে
আছো জড়িয়ে সারাটা
ও গো চন্দ্রমুখী তুমিও তেমনি
আছো ছড়িয়ে এ হৃদয়
কোমল নরম চোখের আলোতে
আছো জড়িয়ে সারাটা
যা কিছু তোমা হতে সবই সুন্দর রূপালী
যা কিছু তোমা হতে সবই বর্ণিল
যা কিছু তোমা হতে সবই সুন্দর পৃথিবীর শিকড়ে
ও গো রূপাচাঁদ তুষার ঢাকা শিখরে
আছো ছড়িয়ে নিবিড়ে
কোমল নরম প্রতিফলনে
আছো জড়িয়ে সারাটা
ও গো চন্দ্রমুখী তুমিও তেমনি
আছো ছড়িয়ে এ হৃদয়
কোমল নরম প্রতিচ্ছবিতে
আছো ছড়িয়ে সারাটা
যা কিছু তোমা হতে সবই সুন্দর রূপালী
যা কিছু তোমা হতে সবই বর্ণিল
যা কিছু তোমা হতে সবই সুন্দর পৃথিবীর শেকড়ে
ও গো রূপাচাঁদ কাজল কালো জলে
আছো ছড়িয়ে নিবিড়ে
কোমল নরম চোখের আলোতে
আছো ছড়িয়ে সারাটা
কোমল নরম নীলের আবেশে
ও গো রূপাচাঁদ কাজল কালো জলে
আছো ছড়িয়ে নিবিড়ে

(১৮)- ক্রমশ
কথা- বাবনা করিম
কন্ঠ- সঞ্জয়
ব্যান্ড- ওয়ারফেজ
অ্যালবাম- জীবনধারা
সময়-১৯৯৭

ভেঙ্গে দেয় ঘুম
ভেঙ্গে দেয় স্বপ্ন
কালবৈশাখী ঝড় আর নেকড়ের গর্জনে
ভেঙ্গে যায় ঘুম
অকারণ দুঃস্বপ্নে
সাজানো পৃথিবী যেন এলোমেলো জঞ্জাল
হায় হায় কত নিয়মে হায়
আসল আর মায়া বুঝা যে বড় দায়
ছায়া থেকে আলোর বন্যা যেথায়
বিশ্বাসে সবই মিলায়
সবটাই কেমন যেন
প্রবল বাস্তব
মায়ার খেয়ালীতে
বাস্তবতা কায়াহীন
বাস্তবতা কেমন যেন
ধৃত স্বপ্ন
ঘুমের ভিতর ঘুম
স্বপ্নের মাঝে স্বপ্ন
হায় হায় কত নিয়মে হায়
আসল আর মায়া বোঝা যে বড় দায়
ছায়া থেকে আলোর বন্যা যেথায়
বিশ্বাসে সবই মিলায়
হায় হায় কত নিয়মে হায়
আসল আর মায়া বুঝা যে বড় দায়
ছায়া থেকে আলোর বন্যা যেথায়
বিশ্বাসে সবই মিলায়
হেয়…………………….
হেয়…..বাস্তবতা শীতল
গরম কিছু নয়
আবেগী কথার ভূষণে বহুরূপী
যুক্তি থেকে বিশ্বাস থেকে
বিশ্বাস থেকে যুক্তি
কে কার শিকড়
কে কার ছায়া
হায় হায় কত নিয়মে হায়
আসল আর মায়া বুঝা যে বড় দায়
ছায়া থেকে আলোর বন্যা যেথায়
বিশ্বাসে সবই মিলায়
ভেঙ্গে দেয় ঘুম
ভেঙ্গে দেয় স্বপ্ন
ভেঙ্গে যায় ঘুম
অকারণ দুঃস্বপ্নে
ভেঙ্গে দেয় ঘুম
ভেঙ্গে দেয় স্বপ্ন
ভেঙ্গে যায় ঘুম
অকারণ দুঃস্বপ্নে
ঘুমের ভিতর ঘুম
স্বপ্নের মাঝে স্বপ্ন
যুক্তি থেকে বিশ্বাস থেকে
বিশ্বাস থেকে যুক্তি

(১৯)- জননী
কথা- বাবনা করিম
কন্ঠ- সঞ্জয়
ব্যান্ড- ওয়ারফেজ
অ্যালবাম- জীবনধারা
সময়-১৯৯৭

আকাশ জুড়ে কি সুন্দর তারা
হীরের অলংকারে রূপোলী রূপসী
চাঁদের আলোয় মৃদু ঠান্ডা হাওয়া
গাছের ছায়ায় গভীর মায়াভ
এ সবই তো সুন্দর এই জীবনের আনন্দ
তার থেকেও সুন্দর আমার মা
মাগো মা ও মা
এই পৃথিবীর এত আলো এতে যে সুন্দর
জীবনের স্পন্দনে এত আনন্দ
জেনেছি সে তো তোমারই জন্য ওগো মা
সাগরের নীলে প্রশান্তির ছোঁয়া
এলোমেলো েঢেউয়ে দামাল ৈহাওয়া
গাঙচিলের ঘরে ফেরা ডাকে
সূর্য ডোবে সাগরের বুকে।।

(২০)- অজান্তে
কথা- বাবনা করিম
কন্ঠ- সঞ্জয়
ব্যান্ড- ওয়ারফেজ
অ্যালবাম- জীবনধারা
সময়-১৯৯৭

কিসের  এত কান্না তোমার ঐ দুটি চোখে
সারাটা হৃদয় জুড়ে কিসের এই  নিশ্চুপ থাকা
তুমি জানো না তোমার রাতের আকাশে
তারা সব ঝলমল আশা
তুমি বোঝনা কস্ট পাই নিজের অজান্তে।
কিসের এত কষ্ট তোমার ঐ দুটি চোখে
গোধূলীর রক্তিম আভা সারাটা দৃষ্টি জুড়ে।


---------------------------------------------------------
(২১)- শান্তির বর্ণন
কথা- বাবনা করিম
কন্ঠ- বাবনা করিম
ব্যান্ড- আরবিআর(RBR)
অ্যালবাম- শান্তির বর্ণন
সময়-২০০৮

থমকে দাঁড়িয়ে সভ্যতা
আঁধার ঝড় ঘনঘটা
আকাশ ছেঁয়ে গেছে 
ঘনকালো মেঘে
প্রান্তর ছুঁয়ে।
অবাক গর্জনে মেঘের কান্না
কাল ভেঙে নামে আলোর বন্যা
প্রকোট দৃষ্টি দয়ার বৃষ্টি
শান্তির বর্নন।
আমার প্রভুরই সৃজন তালিতে
বিন্দু থেকে বিশাল সিন্ধু
সিন্ধু থেকে মানুহ বিন্দু
জীবনের স্পন্দন।
সুন্দর কালো প্রভুর বন্ধু
প্রতীক্ষিত প্রশংসিত
সাত-আকাশ ভেঙ্গে
হৃদয় গহীনে ঋষির বিস্ফোরন
সময়ের স্রোতে ভুলে যায় স্মৃতি
তারই মাঝে জাগে সুন্দর মন
সুন্দর আরাধন
সময়ের স্রোতে সংস্কার প্রীতি
আকাশ ফেটে যায়
শান্তির কথা মানুষের প্রথা
তীমির আধারে।।

(২২)- জলির গান
কথা- বাবনা করিম
কন্ঠ- বাবনা করিম
ব্যান্ড- আরবিআর(RBR)
অ্যালবাম- শান্তির বর্ণন
সময়-২০০৮

ভোরের আলো স্নিগ্ধ সকাল 
ঘুম ভেঙে যায় খোলা জানালায় 
সাগর বিশাল
গাংচিলের ডাক বুনোফল যেমন 
তুমিও তেমনি সবার হৃদয়ে
গভীরে
তুমি আজ চলে গেছো
সবার হৃদয় ভেঙে
কেনো চলে গেলে আমার
তুমি...
দিয়েছো সুন্দর স্মৃতি
তুমি...
অন্তরে সবার হৃদয় আঙ্গিনায়
আল্পনা আঁকো সুন্দর জলি।
পাহাড়ী ঝর্ণা মেঘের আলো ছায়া
আকা বাকা পথ সবুজ কি সুন্দর আহা
ছায়া ঘেরা নদী বুনো হাস যেমন
তুমিও তেমনি সবার হৃদয়ে
গভীরে
তুমি আজ চলে গেছো
সবার হৃদয় ভেঙে
কেনো চলে গেলে আমার
তুমি...
তোমার জীবন স্মৃতি
স্নিগ্ধ নিবিড় হাসি
আমাদের হৃদয় আকাশে
সন্ধ্যা তারা
আজ চলে গেছো
সবার হৃদয় ভেঙে
কেনো চলে গেলে আমার
তুমি...
দিয়েছো সুন্দর স্মৃতি
তুমি...
অন্তরে সবার হৃদয় আঙ্গিনায়
আল্পনা আঁকো সুন্দর জলি।।

(২৩)- সম্ভাবনার পৃথিবী
কথা- বাবনা করিম
কন্ঠ- বাবনা করিম
ব্যান্ড- আরবিআর(RBR)
অ্যালবাম- শান্তির বর্ণন
সময়-২০০৮

দেখছি দূর থেকে পৃথিবী
অতল গহীনে কালো শূন্যে
ঝলমল করে নীল হীরা
মায়াবী সবুজ আভায়
সুন্দর এই পৃথিবী
আমার এই পৃথিবী
স্বপ্নীল আর মায়াবী
সম্ভাবনার পৃথিবী
সম্ভাবনার এই পৃথিবী
তবুও ধুসর কেন এই ভবিষ্যৎ
প্রগতির নামে দূষন
অকারন লোভের যুদ্ধ
ধর্মের নামে অধর্ম
যুক্তিহীন প্রবনতা যদি উচ্ছৃংখল
ভবিষ্যৎ তবেই ধূসর
যুদ্ধ নয় অনিষ্ট নয়
অশান্তি নয় শান্তি চাই।
অন্নহারা শিশুর মুখ
মহামারিতে আর দূর্ভিক্ষে
শত কোটি মরন সুফলা শষ্য শ্যামল
নিশ্চুপ এই পৃথিবী হায়।
জীবন আজ যেন কারাগার
সুখ নেই শুধু ভাঙ্গা সংসার
তোমার জন্য এই দিন আমার
এলোমেলো হায় থাকে সারাক্ষণ
নেই কোন স্নিগ্ধ সকাল আর
নেই কোন বুক ভরা প্রশ্বাস
তোমায় ছাড়া সে জীবনটা
ফিরে যে পেতে চােই
যখন প্রথম দেখা হলো
চিনেছি তোমার হিংস্র হাসি
চাইনি তোমায় এ জীবনে আমার
উৎসুক মন তবুও কেন যে
ভুল করে ডেকেছি তোমায় আমি
নেশাভক্ত কঠিন বাধনে
তোমায় ছাড়া সে জীবনটা
ফিরে যে পেতে চাই
ফিরে পেতে চাই
আমার জীবনটা।।

(২৪)- পায়ের ধ্বনি
কথা- বাবনা করিম
কন্ঠ- বাবনা করিম
ব্যান্ড- আরবিআর(RBR)
অ্যালবাম- শান্তির বর্ণন
সময়-২০০৮

বসে থাকি উদাস আনমনে
রুপা চাঁদের অট্ট-আলিঙ্গনে
তবুও উষ্ণতা নেই এই অলকায়
সারাটা হৃদয় উপত্যকাতে
ভেসে আসে রূপা আলোর ঢেউ এ
তবুও উষ্ণতা নেই এই সন্ধ্যায়
যখনই শুনেছি তোমারই পায়ের ধ্বনি
উড়ে গেছি আমি চাঁদের কোলে
এই কল্পনাতে মায়ায়বী আহাহাহাহাহা
চন্দ্রালোকে চড়ে ঘুরে আসি ছায়াপথ
ছুঁয়ে আসি কোন নীহারিকায়
ওই বনের আলোতে তারাদের।।
বসে থাকি উদাস আনমনে
শান্ত কোন সাগর বালুচরে
তবুও উষ্ণতা নেই এই সাগরে
ছোট্ট ছোট্ট ঢেউয়ের হীরা পান্নায়
নীবিড়ে ডাকে আমায় রূপকথায়
তবুও উষ্ণতা নেই এই স্বচ্ছতায়
যখনই শুনেছি তোমারই পায়ের ধ্বনি
হৃদয়ে না দেখা বৈশাখী
দামাল নেচে যায় হৃদয়ে
ঘূর্নি ঝড়ে ঘুরে আসি সবুজ প্রান্তরে
নেচে উঠে হৃদয় উল্লাসে
এই জড়িয়ে মাতাল বাতাসে।।

(২৫)- কিসের দোলা
কথা- বাবনা করিম
কন্ঠ- বাবনা করিম
ব্যান্ড- আরবিআর(RBR)
অ্যালবাম- শান্তির বর্ণন
সময়-২০০৮

কিসের দোলায় আমার তন্দ্রা ভেঙে যায়
জানালা ভেঙে হাওয়ায় দমকা নেচে যায়
একরাশ নীলের পটে মেঘের টুকরো ঐ
আমার ঠান্ডা হৃদয়ে খুশিতে মাতম
অচেনা দুয়ার খুলে দেখি উঠোনে
চেনা পায়ের আল্পনায় অন্তরে সুখ যে 
এঁকে যায়
কিসের দোলায় আমার তন্দ্রা ভেঙে যায়
জানালা ভেঙে হাওয়ায় দমকা নেচে নেচে যায়।
কিসের দোলাতে আজ পাখির কলরব
কিসের দোলাতে আজ ফুলেরই সৌরভ
উঠোনে চেয়ে দেখি দৃষ্টি ভরিয়ে
আমার হৃদয় দুলিয়ে তোমার মিষ্টি হাসি
উঠোনে চেয়ে দেখি প্রাণটা ভরিয়ে
আমার হৃদয় দুলিয়ে তোমার চোখের হাসি
কিসের দোলায় আজ জগত মেতে মেতে যায়
কিসের দোলায় আজ ঘূর্ণি নেচে নেচে যায় 
কিসের দোলায় আজ জগত মেতে মেতে যায়
কিসের দোলায় আজ ঘূর্নি নেচে নেচে যায়
কিসের দোলায় আজ জগত মেতে  যায়
কিসের দোলায় আজ ঘূর্ণি নেচে যায়।
আজ তন্দ্রা ভাঙ্গে দোলাতে
দমকা নাচে আজ 
দোলাতে আজ জগত মাতে
ঘূর্নি নেচে যায়।।
 
(২৬)- সুখ যদি
কথা- বাবনা করিম
কন্ঠ- বাবনা করিম
ব্যান্ড- আরবিআর(RBR)
অ্যালবাম- শান্তির বর্ণন
সময়-২০০৮

আমার চাই যত সোনা রুপা
আমার চাই আরো বিশাল আয়েশ
আমার চাই আরো তোমার যত
পৃথিবী যেনো যথেষ্ট নয়
আমার চাই আরো বিলাস বিপুল
সমাজ জুড়ে আরো প্রতিপত্তি
নিদ্রাহীন অফুরন্ত টাকা পয়সা
অকৃতজ্ঞ আমি নেশাক্ত
অন্তরে সুখ নেই
হৃদয়ের গহীনে অনন্ত লোভ
অসুখ এসে নীড় বাধে
হৃদয়ের গহীনে অনন্ত লোভ
আমার নেই কোন প্রার্থণাতে
যে কোন অঙ্গনে সুখী থাকার
নেই কোন দৃষ্টিতে সৃষ্টির উল্লাস
নেই বেঁচে থাকার কৃতজ্ঞতা।
অন্তরে সুখ নেই
হৃদয় গহীনে অনন্ত লোভ
সুখ যদি চাও তুমি
ছিড়ে ফেল নেশারাই কুয়াশাজাল
কৃত্রিম অভাব রুখ
বেচে থাকারই এ কৃতজ্ঞতায়।।

(২৭)- হারানো জীবন
কথা- বাবনা করিম
কন্ঠ- বাবনা করিম
ব্যান্ড- আরবিআর(RBR)
অ্যালবাম- শান্তির বর্ণন
সময়-২০০৮

আকাশে আলো আঁধারী রক্তিম গোধুলির নীল সন্ধ্যা
হৃদয়ে নিঃস্ব একাকী হারানো জীবন খুঁজে ফিরি
খুঁজে ফিরি আঁধার তিমিরে পাষান গহিনে
নিত্য আশা নিয়ে
খুঁজে ফিরি হৃদয় গহিনে
তোমার স্মৃতিতে হারানো জীবন
আকাশে আলো আঁধারী রক্তিম গোধুলির নীল সন্ধ্যা
হৃদয়ে শুন্য আলাপন হারানো জীবন খুঁজে ফিরি
খুঁজে ফিরি আঁধার তিমিরে পাষান গহিনে
নিত্য আশা নিয়ে
খুঁজে ফিরি হৃদয় গহিনে
তোমার স্মৃতিতে হারানো জীবন।
আকাশে আলো আধারি
রক্তিম গোধুলী এই সন্ধ্যা
হৃদয়ে শূন্য আলাপন
হারানো জীবন খুঁজে ফিরি
খুঁজে ফিরি আঁধার তিমিরে পাষান গহিনে
নিত্য আশা নিয়ে
খুঁজে ফিরি হৃদয় গহিনে
তোমার স্মৃতিতে হারানো জীবন।
হায় হায় এই শূন্য এই জীবন
বিচ্ছিন্ন আবেগের আলোড়ন
হায় হায় হারানো এই স্বপন
খুঁজে ফিরি আমি হারানো জীবন
ঘুম নেই জেগে থাকি রাত
রাত্রি কেটে যায় নেই স্বপ্ন
শূন্য ঘর খোলা জানালা
চাঁদেরই আলোয় কার এই ছায়া
খুঁজে ফিরি আঁধার তিমিরে পাষান গহিনে
নিত্য আশা নিয়ে
খুঁজে ফিরি হৃদয় গহিনে
তোমার স্মৃতিতে হারানো জীবন।।

(২৮)- জীবনটা শুধুই
কথা- বাবনা করিম
কন্ঠ- বাবনা করিম
ব্যান্ড- আর বি আর(RBR)
অ্যালবাম- শান্তির বর্ণন
সময়-২০০৮

জীবনটা শুধু খোলা জানালা 
চৈতি হাওয়ায়
ভেসে আসা চিহ্ন পাতা যে
জীবনটা শুধু প্রজাপতিদের 
ডানাতে একা
মন্দিরায় আল্পনায় মগ্ন কাল।
জীবনটা শুধু পাহাড়ি হলুদ 
ছোট বুনো ফুল
বৃষ্টি শেষে হলে
আলোক চটুল
জীবনটাই শুধুই খোলা আকাশে
সবুজ ঘাসে
শিশির কনাতে বাধা আলো
একটু সাহস করে এগিয়ে সামনে যাও
সামনে যাও
জীবন আলিঙ্গনে হেসে খেলে মেতে নাও
উদ্দাম কলাহোল উৎসবে জীবনের গানটা
গেয়ে যাও
মানুষের জন্য কিছু দিয়ে যাও।
জীবনা  ‍শুধুই ঘনকাল রাত ঘনকাল রাত
ঝলকে নিভে যাওয়া উল্কাপাত
জীবনটা জীবনটা
জীবনটা শুধুই এক টুকরো আকাশের নীল
ছবিতে বাধা শরতের মেঘ
একটু সাহস করে এগিয়ে সামনে যাও
সামনে যাও
জীবন আলিঙ্গনে হেসে খেলে মেতে নাও
উদ্দাম কলাহোল উৎসবে জীবনের গানটা
গেয়ে যাও
মানুষের জন্য কিছু দিয়ে যাও।।

(২৯)- Senorita Yaba
কথা- বাবনা করিম
কন্ঠ- বাবনা করিম
ব্যান্ড- আর বি আর(RBR)
অ্যালবাম- শান্তির বর্ণন
সময়-২০০৮

জীবন আজ যেন কারাগার
সুখ নেই শুধু ভাঙা সংসার
তোমার জন্যই দিন আমার
এলোমেলো হয়ে থাকে সারাক্ষন
নেই কোন স্নিগ্ধ সকাল
আর
নেই কোন বুক ভরা প্রশ্বাস
তোমায় ছাড়া সেই জীবনটা 
ফিরে পেতে চাই।
যখন প্রথম দেখা হলো
চিনেছি তোমার হিংস্র হাসি
চাইনি তোমায় এ জীবনে আমার
উৎসুক মন তবুও কেন যে
ভুল করে ডেকেছি তোমায় আমি 
নেশাসক্ত কঠিন বাধনে
তোমার ছাড়া সে জীবনটা
ফিরে যে পেতে চাই
জীবন আজ যেন কারাগার
সুখ নেই শুধু ভাঙা সংসার
তোমার জন্যই দিন আমার
এলোমেলো হয়ে থাকে সারাক্ষন
নেই কোন স্নিগ্ধ সকাল
আর
নেই কোন বুক ভরা প্রশ্বাস
তোমায় ছাড়া সেই জীবনটা 
ফিরে পেতে চাই।

(৩০)- সর্বহারা
কথা- বাবনা করিম
কন্ঠ- বাবনা করিম
ব্যান্ড- আর বি আর(RBR)
অ্যালবাম- শান্তির বর্ণন
সময়-২০০৮

রাত হয় সকাল
ভোরের চাদর টেনে
হৃদয় আমার
গুটিয়ে যায় অন্তরালে
ডুবে যাই আমি
অতল কোন খাদে
জীবন আমার কেন
কেন সর্বহারা
আর্তনাদে রিক্ত প্রাতে
শুণ্য হাতে
প্রার্থনাতে খুঁজি
অর্তনাদে ক্ষুন্ন ভাগ্যে
বন্য ক্রোধে
সর্বহারা এই আমি।
আমার অহংকার আর
ভবিষ্যৎ কিছু নেই
সমাজ আমায় খোঁজে
হিংস্র প্রলোভনে
ওদের আছে যত
আমার কস্টে করা
জীবন আমার কেন
কেন সর্বহারা
আর্তনাদে রিক্ত প্রাতে
শুণ্য হাতে
প্রার্থনাতে খুঁজি
অর্তনাদে ক্ষুন্ন ভাগ্যে
বন্য ক্রোধে
সর্বহারা এই আমি।


বাবনা করিমের এর লেখা ৩০টি গানের লিরিক্স এখানে দেওয়া আছে। আপনাদের জানা বা অন্য কোন নতুন গান বা তথ্য থাকলে জানাবেন। ধন্যবাদ।

---- বাউল পানকৌড়ি

মন্তব্যসমূহ