ইব্রাহিম আহমেদ কমল - পর্দার আড়ালে থেকে দেখি আমি সব

ইব্রাহিম আহমেদ কমল নামের মানুষটাকে বলা যায় জীবন্ত কিংবদন্তি। বাংলা ব্যান্ড মিউজিকের অন্যতম একজন পথিকৃৎ। একজন গিটারিস্ট একজন গিটার শিক্ষক একজন অসংখ্য তরুন গিটারিস্টের অনুপ্রেরণা। চার দশকের বেশি সময়ের পথচলায় আছেন মিউজিকের সাথে, আছেন গিটারের সাথে আর আছেন হেভি মেটাল ব্যান্ড ওয়ারফেজ এর সাথে। দেশে মেটাল মিউজিকের ভক্তরা ভালোবেসে বলেন গিটারম্যান। শুভ জন্মদিনের তারিখটা হচ্ছে ২ মে আর সালটা ১৯৬৯। চমৎকার সব গিটার ওয়ার্ক আমাদের জন্য দিয়ে যাচ্ছেন রেখে যাচ্ছেন ভবিষ্যত প্রজন্মের জন্য। খুব বেশি গান রচনা না করলেও অবশ্যই  একজন শক্তিমান গীতিকার। তাঁর রচিত গানের কথা বা লিরিক্স গুলো সবার জন্য। 


(১)- নিঃশব্দে
কথা- ইব্রাহিম আহমেদ কমল
কন্ঠ- সঞ্জয়
ব্যান্ড- ওয়ারফেজ
অ্যালবাম- জীবনধারা
সাল- ১৯৯৭

নিঃশ্চুপ নিঃশব্দে রুক্ষ সংকল্পে
মিথ্যে এই স্বপ্নে দিকহীন এই লক্ষ্যে
সত্য শুরু সেই সুখের সুবাসে
স্বপ্ন শুরু সেই নীল মেঘ আকাশে
সময় লগ্নে ভাগ্য যে হাসে
এক রূপকথার আঙ্গিনায়
এক মেঘেরও বিছানায়
এক স্বপন সীমানায়
নিঃশব্দে।
ক্লান্ত এই হৃদয় ভ্রান্ত এই দুর্জয়
জীর্ণ তবু তন্ময় দৃপ্ত তবু অক্ষয়
বৃত্তকেন্দ্রে স্থির তোমার হৃদয়
পরিধি জুড়ে ছাড়িয়ে আছে ভয়
ধীরে ধীরে হারায় তোমার লয়
এক সুরহীন মূর্ছনায়
এক আঁধার জানালায়
এক মায়াবী মোহনায়।
ভোরের কুয়াশায় ভ্রান্ত এই সংশয়
মিথ্যের হতাশায় সিক্ত এই সময়
বারেবারে সেই স্বপ্ন যে হারায়
আশার আলো মিথ্যে হয়ে যায়
সে যে আরো দূরে সরে যায়
এক কামনার খেলাতে
রাতজাগা মেলাতে
ঘুমভাঙ্গা আবেশে।।


--------------------------------------------------
(২)- অসামাজিক
কথা- ইব্রাহিম আহমেদ কমল 
কন্ঠ- সঞ্জয়
ব্যান্ড- ওয়ারফেজ
অ্যালবাম- অসামাজিক 
সাল- ১৯৯৮

জানালার বাহিরে দেখি
কত রং কত উৎসব
পর্দার আড়ালে থেকে
দেখি আমি সব।
আসতেও চাইনা আমি
বাহিরে মাঝে সবার
নিজেকেও ভাবিনা আমি
তোমাদেরই আরেকজন।
বিক্ষোভের ভাষা হারিয়ে
উন্মাদ আমার মন
সবই মিছে তোমার তামাশা
নিয়মের মুখোশ।
হে সমাজ আমি চাইনা তোমার আশ্রয়
হে সমাজ আমি হয়েছি আজ নির্ভয়
আমি দেখতে চাই আমার স্বকীয়তা
আমি থাকবো সবার ভিন্ন
হে সমাজ আজ নেই যে মনে সংশয়।
কত বেশি বদলে গেছে
সমাজের রীতিনীতি
স্বার্থের ভূষণে মেকি
সমাজ সেবক নেতার দল।
অপরাধ সবাই আছে
দেখেও না দেখে সবাই
ঝঞ্ঝাট এড়িয়ে চলে
সচকিত নাগরিক।
একদিন হবে মোদেরই জয়
থাকবেনা আর মনে কারো কোনো সংশয়
সেইদিন হবে পৃথিবী যে
আলো ঝরা হাসি গানে ভরা।
হে সমাজ আমি অন্ধকারে আর নই
হে সমাজ আমি করবো নাকো আর ভয়
আমি ভাঙতে চাই সেই রীতিনীতি
যেথা অন্যায় হয় স্বীকৃত
হে সমাজ আমি অন্ধকারে আর নয়।
হে সমাজ আমি চাইনা তোমার আশ্রয়
হে সমাজ আমি হয়েছি আজ নির্ভয়
আমি দেখতে চাই আমার স্বকীয়তা
আমি থাকবো সবার ভিন্ন
হে সমাজ আজ নেই যে মনে সংশয়।।

(৩)- নেই প্রয়োজন
কথা- ইব্রাহিম আহমেদ কমল
কন্ঠ- সঞ্জয়
ব্যান্ড- ওয়ারফেজ
অ্যালবাম- অসামাজিক 
সাল- ১৯৯৮

তুমি আমি যেনো ছিলেম স্বপ্নে গড়া যুগল
জলরঙে আঁকা ছিলো যে স্বপ্নে ভরা ভুবন
কত সুখের আনাগোনায় কেটেছিলো সময়
বসে ভাবি আজও আমি কি করে এমন হয়
আজ তোমাকে নেই প্রয়োজন
নেই আয়োজন নেই এই মনে
ভালোবাসা যে ধুলোবালিতে
মিশে যায় সময়ের এই ক্ষনে।
দিন কেটে যায় তুমি নেই তবুও
রাত্রি পোহায় তুমি নেই তবুও
সেই তুমি যে আজ নেই পাশে
হেঁটে চলি পথে আমি আজ একা
সেই তুমি যে আজ পর হলে
রেখে গেলে না পাবার কত ব্যাথা।
দিন কেটে যায় তুমি নেই তবুও
রাত্রি পোহায় তুমি নেই তবুও
আজ তোমাকে নেই প্রয়োজন
নেই আয়োজন নেই এই মনে
ভালোবাসা যে ধুলোবালিতে
মিশে যায় সময়ের এই ক্ষনে।
ছেড়ে গেলে তাই বলে কি বৃথা যাবে এ জীবন
তবু আগাই সামনে দেখো আমি স্বপ্নে ভরা দুনয়ন
আজ তোমাকে নেই প্রয়োজন
নেই আয়োজন নেই এই মনে
ভালোবাসা যে ধুলোবালিতে
মিশে যায় সময়ের এই ক্ষনে।।

(৪)- এমন দিনে
কথা- ইব্রাহিম আহমেদ কমল 
কন্ঠ- সঞ্জয়
ব্যান্ড- ওয়ারফেজ
অ্যালবাম- অসামাজিক 
সাল- ১৯৯৮

সোনালী রোদ হাসে
খেলা করে সাগর তীরে
রূপালী মেঘ গুলি
ভেসে চলে আকাশ জুড়ে
আজ এমন দিনে
ভেবে দেখি আবার
সেই আশায় ভরা
স্বপ্নের দিন
এক বিষন্নতায়
কাটে দিন আমার
স্বপ্ন গুলি
কেন মিথ্যে হয়।
পাহাড়ি ঝর্নাতে
হিম শীতল পানির ধারা
বনানীর চির সবুজ
সারাবেলা ছায়ায় ঘেরা
আজ এমন দিনে
ভেবে দেখি তোমায়
সেই আলোয় ভরা
স্বপ্নীল মুখ
এক বিড়ম্বনায়
কাঁপে বুক আমার
স্মৃতিগুলি
আজ স্বপ্ন নয়।
মরিচিকা তুমি এক
আঁধারে ক্ষীন আলোয়
বহুদুরে তোমার ছায়া
যায় যে মিলিয়ে
পিছে পড়ে আমি আজ
সন্মুখে উঁচু দেয়াল
বহুদুরে তোমার ছায়া
যায় যে হারিয়ে
তুমি যাও যে হারিয়ে
তুমি হারিয়ে যাও।।

(৫)- মহানগর
কথা- ইব্রাহিম আহমেদ কমল
কন্ঠ- সঞ্জয়
ব্যান্ড- ওয়ারফেজ
অ্যালবাম- অসামাজিক 
সাল- ১৯৯৮

কোন দিন সব ঘর ভেঙ্গে দিয়ে
দেখবে এই নগর প্রতিমা
যেন হয়ে গেছে ধুলিময় প্রান্তর 
হারিয়ে গেছে কত শতাব্দীর মহিমা
জীবনের গতি কত মন্থর 
জীবনের গতি কত মন্থর ।
কোন দিন এই প্রাণহীন লোকালয়ে
থাকবেনা আর উগ্র কোলাহল
শুনে দেখো ভেঙ্গে পড়া দেয়াল
ফিরিয়ে দেয় কত মানুষের হাহাকার
জীবনের গতি কত মন্থর 
জীবনের গতি কত মন্থর।
সেই দিন নিজ হাতে
ভেঙ্গে দিয়ে সব জীবনেরই স্বপ্নগুলোকে
ছেড়ে ছিলাম মোর গাঁ
ভেবেছি যে বদলে যাবে
ঋণ-ভারে নত পরাজিত সেই
জীবন নামের জুয়া খেলাতে যে।
প্রতিদিন এই মিথ্যের ইতিহাসে
হারিয়ে যায় কত জীবনের সংগ্রাম
পড়ে থাকে প্রানহীন দেহগুলি
মুছে দেয় বৃষ্টি কত জীবনের স্বপ্ন
জীবনের গতি কত মন্থর
জীবনের গতি কত মন্থর।
কোন দিন এই নিষ্ঠুর প্রহসনে
হয়ে যাবে ধ্বংস অশান্তির নীলাকাশ
বেঁচে থাকে ছিটেফোটা স্মৃতিগুলো
থেকে যাবে শুধু এই করুণ উপহাস
জীবনের গতি কত মন্থর 
জীবনের গতি কত মন্থর।।

(৬)- বন্ধু
কথা- ইব্রাহিম আহমেদ কমল
কন্ঠ- জুয়েল
ব্যান্ড- ওয়ারফেজ
অ্যালবাম- অসামাজিক 
সাল- ১৯৯৮

যে পথে চলেছ বন্ধু
সে পথে হারাবে যে স্বত্তা
মায়াবি আলোর প্রতারনায় মোহিত
আঁধারে তুমি
কত প্রেমের বসন্ত
কত বৃহৎ দিগন্ত
এতো সুখের তাড়নায়
যে যাও হারিয়ে।।
কিভাবে ভুলেছো বন্ধু
পুরনো দিনের সেই কথা
অজানা মনের বেড়াজালে নিরাশায়
ছিলে যে তুমি
আমি ছিলাম পাশে যে
আগলে ছিলাম তোমাকে
কত বিপদ পেড়িয়ে
এসে হাল ধরেছি।।
অশ্রুপানে তাকায় সে
সে ভেবে দেখে আবার তোমায়
কোন অনুরাগের বিষন্নতায়
হায় জেগে ওঠে প্রেমের আশা
রাত পোহালে সকাল
তুমি সজাগ
মনে নেই সেই বাসনা।
বিপদে পড়েছ বন্ধু
হয়েছে বন্ধ সব দরজা
করেছ অবহেলা তুমি
জীবনে প্রকৃতজনে
নেই তো আজ তাদের কেউ
আজ তোমার পাশেতে
একা বিশাল পৃথিবীতে
তুমি যাও হারিয়ে।।
অন্ধকারে হারায় সে
কি অপরাধ কাঁদায় তোমায়
সে আধা জাগা দিবা স্বপনে
হায় ভেঙ্গে পড়ে সকল আশা
রাত পোহালে সকাল
তুমি সজাগ
মনে নেই সেই বাসনা
যে পথে চলেছ বন্ধু
সে পথে হারাবে যে স্বত্তা
মায়াবি আলোর প্রতারনায় মোহিত
আঁধারে তুমি
কত প্রেমের বসন্ত
কত বৃহৎ দিগন্ত
এতো সুখের তাড়নায়
যে যাও হারিয়ে।।


------------------------------------------------
(৭)- আর কতকাল
কথা- ইব্রাহিম আহমেদ কমল
কন্ঠ- মিজান
ব্যান্ড- ওয়ারফেজ
অ্যালবাম- আলো
সাল- ২০০১

অন্যায় অবিচার আসছি দেখে সবসময়
সন্ত্রাস অপরাধ প্রতিদিনের সাথী
সংশয় নিয়ে বেঁচে থাকা সারাটা জীবন
দেখ অনাহারে কাঁদে শিশুগুলো
প্রার্থনা করে যায় তার মা
মুখ তুলে তাকায় যদি এবার
দারিদ্রের বিধাতা সমাজের প্রভুরা
আর কতকাল এই নগ্ন প্রহসন
আর কতকাল গণতন্ত্রের অসম্মান
আর কতকাল মোদের শান্তি বিসর্জন
আর কতকাল মোদের আত্মসমর্পণ
আর কতকাল
আর কতকাল
আর কতকাল
কবে শেষ হবে এই দুঃস্বপ্ন।।
ঘৃণ্য নেতারা স্বার্থের খেলা খেলে ওরা
হরতাল অবরোধ জাতীয় সংস্কৃতি
এইসব নিয়ে কলুষিত অসহায়  জীবন
কেন পারি নাকো মোরা এক হয়ে
সংগ্রামে নেমে যেতে
আমরাও যে সন্তান এই দেশের
চাই বাঁচবার অধিকার ভালো থাকবার অধিকার
আর কতকাল এই নগ্ন প্রহসন
আর কতকাল গণতন্ত্রের অসম্মান
আর কতকাল মোদের শান্তি বিসর্জন
আর কতকাল এই আত্মসমর্পণ
আর কতকাল
আর কতকাল
আর কতকাল
কবে শেষ হবে এই দুঃস্বপ্ন।।
আর কতকাল এই নগ্ন প্রহসন
আর কতকাল গণতন্ত্রের অসম্মান
আর কতকাল মোদের শান্তি বিসর্জন
আর কতকাল মোদের আত্মসমর্পণ
আর কতকাল
আর কতকাল
আর কতকাল
কবে শেষ হবে এই দুঃস্বপ্ন।।
ধিক তোমাদের কেন খেলছ মোদের জীবন নিয়ে 
ধিক তোমাদের কেন খেলছ মোদের জীবন নিয়ে 
ধিক তোমাদের কেন খেলছ মোদের জীবন নিয়ে 
ধিক তোমাদের কেন খেলছ মোদের জীবন নিয়ে 
ধিক তোমাদের কেন খেলছ মোদের জীবন নিয়ে 
ধিক তোমাদের কেন খেলছ মোদের জীবন নিয়ে
ধিক তোমাদের কেন খেলছ মোদের জীবন নিয়ে।।

(৮)- হতাশা
কথা- ইব্রাহিম আহমেদ কমল 
কন্ঠ- মিজান
ব্যান্ড- ওয়ারফেজ
অ্যালবাম- আলো
সাল- ২০০১

সকাল থেকে রাত্রি সময় কাটে না যে
নানান বাজে চিন্তা আমায় ঘিরে রাখে
অন্তরের ভেতর শুধু কষ্টের হাহাকার
বিষণ্ণতার আভা সদা আমার আকাশে
হতাশা
হতাশা,হতাশা
কালো ছায়া হয়ে জড়িয়ে আছে
হতাশা,হতাশা
দিশেহারা আমি আঁধারে একা
একা আঁধারে হায় বসে থাকি শুধু ভাবি
শেষ কবে হতাশার
ভালোবাসার ক্ষত শুকোয় নিযে আজও
তোমার মধুর কণ্ঠ আজও কানে বাজে
জীবন আমার শুধুই যেন কষ্টের বোঝা হায়
সব নেশার বড় নেশা কষ্টের মাদকতা
হতাশা
হতাশা,হতাশা
কালো ছায়া হয়ে জড়িয়ে আছে
হতাশা,হতাশা
দিশেহারা আমি আঁধারে একা
একা আঁধারে হায় বসে থাকি শুধু ভাবি
শেষ কবে হতাশার।।
হতাশা,হতাশা
কালো ছায়া হয়ে জড়িয়ে আছে
হতাশা,হতাশা
দিশেহারা আমি আঁধারে একা।।
সুদিন আমার সয়না তাই দুঃখ ফিরে আসে
হতাশাগুলো বুঝি আজ মুখ চেপে হাসে
জীবন আমার শুধুই যেন কষ্টের বোঝা হায়
সব নেশার বড় নেশা কষ্টের মাদকতা
হতাশা,হতাশা
কালো ছায়া হয়ে জড়িয়ে আছে
হতাশা,হতাশা
দিশেহারা আমি আঁধারে একা
হতাশা,হতাশা
কালো ছায়া হয়ে জড়িয়ে আছে
হতাশা,হতাশা
দিশেহারা আমি আঁধারে একা।।


--------------------------------------------------------
(৯)- স্বপ্ন তুমি নও
কথা- ইব্রাহিম আহমেদ কমল
কন্ঠ- বালাম
ব্যান্ড- ওয়ারফেজ
অ্যালবাম- মহারাজ
সাল- ২০০৩

সূর্য যদি ওঠে নাকো আবার
রাত্রি যদি হয় কালো আঁধার
আশার আলো তবু কেন নিভে বারে বার
সত্য যদি হয় মিছে আবার।
স্মৃতি ছাড়া নেই কিছু আমার
তোমায় আলোকিত মুখে দেখতে চাই আবার
মেঘে ঢাকা কোন সকালে অশ্রু চোখে দিয়েছিলে যে
ভালবাসা শুধু আমাকে স্পন্দন থেমে যাওয়া হৃদয়ে
জানি নাকো জানি নাকো আমি কেন এমন হয়
জানি শুধু স্মৃতিগুলো স্বপ্ন তুমি নও
স্বপ্ন তুমি নও, স্বপ্ন তুমি নও, স্বপ্ন তুমি নও
জানি নাকো জানি নাকো আমি কেন এমন হয়
জানি শুধু স্মৃতিগুলো স্বপ্ন তুমি নও
স্বপ্ন তুমি নও, স্বপ্ন তুমি নও, স্বপ্ন তুমি নও
থেমে যাওয়া জীবন আজও আমার
দিনের আলোয় স্পষ্ট কালো আঁধার
তোমায় ছাড়া জীবন আজ অর্থহীন আমার
সত্যি যদি আসতে ফিরে আবার
থাকতে চিরদিনই শুধু আমার
জীবন থেকে কিছু চাওয়া থাকতো না যে আর
যেদিন তুমি আমায় ছেড়েছ,
হয়ত সবই ভুলতে পেরেছো
পারিনিকো ভুলতে আমি যে,
তোমার সাথে সময়গুলোকে
জানি নাকো জানি নাকো আমি কেন এমন হয়
জানি শুধু স্মৃতিগুলো স্বপ্ন তুমি নও
স্বপ্ন তুমি নও, স্বপ্ন তুমি নও, স্বপ্ন তুমি নও
জানি নাকো জানি নাকো আমি কেন এমন হয়
জানি শুধু স্মৃতিগুলো স্বপ্ন তুমি নও
স্বপ্ন তুমি নও, স্বপ্ন তুমি নও, স্বপ্ন তুমি নও

(১০)- সুখ
কথা- ইব্রাহিম আহমেদ কমল 
কন্ঠ- বালাম
ব্যান্ড- ওয়ারফেজ
অ্যালবাম- মহারাজ
সাল- ২০০৩

যে ভাবে সুখ তুমি খুঁজে চলেছ সে ভাবে সুখ পাবে না
জীবনে ভুলে পথে তুমি নেমেছ, সে পথে সুখে রবে না
সে পথে ছড়ানো বিষের কাঁটা যে সমুখে শুধু যাতনা,
যে ভাবে অগোছালো জীবন গড়েছো এ সব তারি পাওনা।
এ জীবন মরুর সম, সুখ-পাখি পাওয়া যায় না
কি ভাবে পাবে তুমি সুখ, কিভাবে পাবে বল না
অযথা খোঁজ কেন সুখ,সুখ যে শুধু ছলনা।
বিষণ্ণতা আঁকড়ে ধরে, অলস রিক্ত যে মন তোমার
আজ মুক্তি সে চায়
মনে রেখ পাবে শুধু অবহেলা কষ্ট বিষণ্ণতা, সুখ পাবে না।
কি ভাবে পাবে তুমি সুখ, কিভাবে পাবে বল না
অযথা খোঁজ কেন সুখ,সুখ যে শুধু ছলনা।
জীবনে চেনা মুখ কত পর হল, নেই যে অনুসূচনা।
জীবনে সোজা পথ কত ছেড়েছ, রাত্রি হবে করুণায়।
জীবনে শুধু উপরে তাকালে মুক্তি পাবে নাতো হায়
দুঃখ জয় করে সুখি তুমিই হবে মুক্ত হ সাধনায়।


-------------------------------------
(১১)- অমানুষ
কথা- কমল ও মির কুশল
কন্ঠ- ইব্রাহিম আহমেদ কমল
ব্যান্ড- ওয়ারফেজ
অ্যালবাম- পথচলা
সাল- ২০০৯

শেষ বিকেল আলো আধাঁরি আবছায়া 
তুমি অস্পৃশ্য প্রতিমা
রোদ পোড়া নীল ধমনী রক্তধারায় 
বিষাদ দহন তীব্রতায়
আশা হারিয়ে স্বপ্নহীনতায় আমি আঁকড়ে আঁধার
দগ্ধ আঘাতের পরশ তুমি দিয়েছ আমায়।
চাইনা তোমায় আমি কখনও 
আমারই আশে পাশে
ঘৃণা আজন্ম রয়ে যাবে 
তোমায় তোমায় ভেবে
জ্বলে ছারখার হয়ে যাও তুমি 
ঘৃণার আগুনে পুড়ে
পাবে নাকো ক্ষমা কো্নদিনও 
আমার কাছ থেকে
ক্ষমার যোগ্য নও তুমি।
তোমার স্বীকৃত মনুষ্যত্ব সদা
 আমার চোখে প্রহসন
লোভে গর্হিত সৎ আবয়ব 
ঘৃণায় নত আয়োজন
তুমি যদি প্রকৃত মানুষ হও 
আমি অমানুষ হব
তোমার কৃতকর্ম যদি পুন্য হত 
আমি পাপ বরণ করব।
চাইনা তোমায় আমি কখনও 
আমারই আশে পাশে
ঘৃণা আজন্ম রয়ে যাবে 
তোমায় তোমায় ভেবে
জ্বলে ছারখার হয়ে যাও তুমি 
ঘৃণার আগুনে পুড়ে
পাবে নাকো ক্ষমা কো্নদিনও
আমার কাছ থেকে।।


--------------------------------------------------
(১২)- প্রতীক্ষা
কথা- ইব্রাহিম আহমেদ কমল
কন্ঠ- মিজান
ব্যান্ড- ওয়ারফেজ
অ্যালবাম- সত্য
সাল- ২০১২

দুঃস্বপ্নের শেষ সীমানায়, চমকে ঘুম ভেঙ্গে যায়
জেগে দেখি তুমি পাশে নেই, চোখ পড়ে খোলা জানালায়
জোছনায় আলো নেই আর, হতাশার কালো আঁধার
নির্বাক রয় ধরণী, দুঃখ যেন আমারই।
এক ঝিম-ধরা দিবা স্বপনে, আনাগোনা সন্দেহে
আমি একা মেতে উঠি, পুণ্যে বিকশিত
পাপের খেলায়, কারাগারের অবহেলায়
পচন ধরে মনে, শরীরে
কবে আসবে ফিরে ভালোবাসা
জীবনের সব আশায়, হতাশায় আলিঙ্গনে
ঘুন ধরা স্বপ্নগুলো, সব জেনো এলোমেলো
স্মৃতি নিয়ে আমি একা, ভাসমান এই জীবন
তাই বুঝি বেঁচে থাকা, জানিনা শেষ কোথায়
এক গোলক ধাঁধায় আটকে পড়া, অবনত হৃদয়ে
দিশেহারা ছুটি আমি, রাতের আলোকিত, নগর প্রনয়, ভালোবাসার
প্রতারণায়, পচন ধরা বিশ্বাসে, আশায়…

(১৩)- রূপকথা
কথা- ইব্রাহিম আহমেদ কমল 
কন্ঠ- মিজান
ব্যান্ড- ওয়ারফেজ
অ্যালবাম- সত্য
সাল- ২০১২

শক্তি দাও বিধাতা, অনন্তকাল ধরে জ্বলছে হৃদয়
হয়তো কেউ বোঝেনা কত সত্য প্রণয়
এসেছিলে বাঁচাতে আমায়, ভরে দিলে নতুন আশায়
রূপকথার মতভালবাসা কত যে সুন্দর, বুঝে তোমারই কাছ থেকে
স্বর্গেরই প্রতিরূপ
বলেছিলে খুঁজনা আমায় আমি যদি কভু হারিয়ে যাই
যেতে দিও আমায়
এলো সেদিন, তুমি হারিয়ে গেলে
মনে এলো, বলেছিলে তুমি হারিয়ে যাবে সে
শক্তি দাও বিধাতা, অনন্তকাল ধরে জ্বলছে হৃদয়
কষ্ট আর বুঝিনা, স্বপ্নটা বাঁচিয়ে রেখেছে
ব্যর্থ আমি হবোনা, তুমি যে আমার স্বত্তাসঙ্গিনী
শান্তিগুলো সব আমার তোমার হৃদয় মাঝে।
মোরা কেঁদেছি একই দুঃখে, হেসেছি একই সুখে
কখনো ভাবিনি তুমি চলে যাবে
এভাবে রেখে আমায় একাকী
আজও খুঁজে ফিরি নগরে-পল্লীতে
খুঁজে তোমায় পেতেই হবে, অস্তিত্ব তুমি আমার
যদি কেউ শোন এ গান আমার
যদি কেউ খুঁজে পাও ওকে, শুনিও এই গান
আমি খুঁজেছি তোমায় আজও পাহাড় চূড়াতে
সাগরের নীল অতলে, তবু কেন তোমায় খুঁজে পাইনা
রূপকথার সমাপ্তি হয়, হয় না তো সুখের বাসরে, দুঃখ আমারই।

(১৪)- প্রজন্ম ২০১২
কথা- ইব্রাহিম আহমেদ কমল 
কন্ঠ- মিজান
ব্যান্ড- ওয়ারফেজ
অ্যালবাম- সত্য
সাল- ২০১২

না শুনি তোমার কানে
না তাকাই তোমার পানে
না দেখি তোমার চোখে
চোখ রাঙ্গিয়ে তাকাও কেন তুমি
হাটিনা আমি তোমার পথে
সখ্যতা নেই তোমার সাথে
না চলি তোমার মত
সমস্যা তোমার আমার তো নয়
গড়বো নতুন সমাজ নেই ভেদাভেদ যেখানে
পিছে ফেলে সকল অনিয়ম, যে সমাজে সবাই সমান
জানো তোমার দিন হবেই শেষ
তবুও তোমার এই বিদ্বেষ
না পারো দিতে মর্যাদা
নতুন চিন্তা আহবানে
হতে পারে ভিন্ন মোদের ভূষণ চালচলন
হতে পারে ভিন্ন মোদের কথোপকথন
ভিন্ন মোদের চিন্তা-ভাবনা, ভিন্ন মোদের মন
তাই বলে মানব না তো কটাক্ষ সারাক্ষণ
আমরা নতুন প্রজন্ম গড়বো নতুন সমাজ
জেগে উঠো নবীনেরা যুদ্ধ শুরু আজ
আমরা নতুন প্রজন্ম আনবো সংস্কার
আমরা নতুন প্রজন্ম ভাঙবো কুসংস্কার
বাঁকা হাসি তোমার চোখে
শঙ্কিত মোদের দেখে
ছিলে অটল তোমার যুক্তিতে
আজ কেন নড়বড়ে তোমার মন
জানো তোমার দিন হবে শেষ
তবুও তোমার এই বিদ্বেষ
না পারো দিতে মর্যাদা
নতুন চিন্তা আহবানে
হতে পারে ভিন্ন মোদের ভূষণ চালচলন
হতে পারে ভিন্ন মোদের কথোপকথন
ভিন্ন মোদের চিন্তা-ভাবনা, ভিন্ন মোদের মন
তাই বলে মানব না তো কটাক্ষ সারাক্ষণ
আমরা নতুন প্রজন্ম
গড়বো নতুন সমাজ
জেগে উঠো নবীনেরা যুদ্ধ শুরু আজ
আমরা নতুন প্রজন্ম
গড়বো নতুন সমাজ
জেগে উঠো নবীনেরা যুদ্ধ শুরু আজ


--------------------------------------------------------------
(১৫)- মুক্তি চাই
কথা- ইব্রাহিম আহমেদ কমল
কন্ঠ- সঞ্জয়
ব্যান্ড- ওয়ারফেজ
অ্যালবাম- ধুন (ব্যান্ড মিক্সড)
সাল- ১৯৯৭

চেয়ে দেখ চারিদিকে চিৎকার
চেয়ে দেখ চারিদিকে ধিক্কার
হতাশায় ডুবে দুরাশায় ভুগে
হয়ে গেছে কালো আজ অন্তর
হয়ে গেছে কালো আজ অন্তর।
চেয়ে দেখ চারিদিকে সংশয়
হারিয়েছি আজ সেই পরিচয়
সততার মাঝে অভাবের লাজে
স্থির হয় জীবনের পরাজয়
স্থির হয় জীবনের পরাজয়।
এই সমাজের প্রভুরা
খেলে নিষ্ঠুর খেলা
হে সমাজের প্রভুরা
কেন এই ধ্বংস লীলা।
চাই না হতে নিপিড়িত
চাই না হতে প্রতারিত
চাই না হতে আশাহত
মুক্তি চাই।
আর নয় বিষন্নতা
আর নয় প্রবঞ্চনা
আর নয় দারিদ্রতা
মুক্তি চাই।
চেয়ে দেখ রঞ্জিত রাজপথ
হারিয়েছে প্রাণ কত প্রিয়জন
জীবনের সাঁঝে হারানোর গানে
দিকহীন আজ এই সংগ্রাম
দিকহীন আজ এই সংগ্রাম।
কোনদিন হবে সেই তোলপাড়
ফিরে পাবো না পাওয়ার অধিকার
হতাশার সব কালো ছায়া
মুছে যাবে আলোর বন্যায়
মুছে যাবে আলোর বন্যায়।
এই সমাজের প্রভুরা
কোনদিনও ভাবে না
এই সমাজের প্রভুরা
কেন দেখেও দেখে না।
চাই না হতে সমাজবদ্ধ
চাই না হতে সবার মত
চাই না হতে প্ররোচিত
মুক্তি চাই।
আর নয় মিছে আশা
আর নয় কালো ছায়া
আর নয় পিছে ফেরা
মুক্তি চাই।
কেন মিথ্যের ভারে
নুয়ে পরে জাতি
কেন শিক্ষায় করে
অবনতি
কেন নিষ্ঠার ভয়ে
ঘুনে ধরা জাতি
কেন ছাত্রের প্রাণে
রাজনীতি।
এই সমাজের প্রভুরা
খেলে নিষ্ঠুর খেলা
হে সমাজের প্রভুরা
কেন এই ধ্বংস লীলা
চাই না হতে নিপিড়িত
চাই না হতে প্রতারিত
চাই না হতে আশাহত
মুক্তি চাই।
আর নয় বিষন্নতা
আর নয় প্রবঞ্চনা
আর নয় দারিদ্রতা
মুক্তি চাই।


-----------------------------------------------------------
(১৬)- অপরূপ বিস্ময়
কথা- ইব্রাহিম আহমেদ কমল 
কন্ঠ- পলাশ নূর
ব্যান্ড- ওয়ারফেজ
অ্যালবাম- 
সাল- ২০১৭

রাতের ছায়ায় ধরণী নিথর
বিষাদ মনে সবকিছু ধূসর
কত যে স্মৃতি মনে পড়ে এখন
হঠাৎ কেন তোমার স্মৃতি স্মরণ। 
জানিনা কোথায় কিভাবে আছো
ভাবি আমি আজ কোন সুরে বাজো
এসেছিলে আঁধার হয়ে আলো
বিদায় পর্বে হারালো হৃদয় কালো।
দিয়ে ছিলে কথা আমায় 
তুমি আমারই রবে
এই দূর্যোগের ভবে রবো দুজনায় 
বলেছিলে হও আমার 
থেকো আমারই সারাকাল.
শত তান্ডবের মাঝে রবো দুজনায় 
ভীরু চোখে প্রথম দেখা 
অপূর্ণ স্পর্শ লুকিয়ে 
কত কাতরতায় কি অপরুপ বিস্ময়ে এসেছিলে
 ভীরু পায়ে নূপুর ছন্দে 
তোমার চুলের মাতাল ঘ্রানে 
কত মাদকতায় তুমি মায়ার আশ্রয়ে এসেছিলে।
যাবার সময় দেখালে যুক্তি গুলো 
নিলাম মেনে ধরণী এলোমেলো 
ভাবিনি কখনো ফিরে আসো আবার 
হৃদয়ে ক্ষত সারে দ্রুত বারেবার।
পারিনি রাখতে ধরে তোমায় 
নব স্বপ্ন থেকে তুমি নড়ো নি একবার
চলে গেলে
বলেছিলে হও আমার
থেকো আমারই সারাকাল
শত তান্ডবের মাঝে রবো দুজনায়
ভীরু চোখে প্রথম দেখা 
অপূর্ণ স্পর্শ লুকিয়ে 
কত কাতরতায় কি অপরুপ বিস্ময়ে এসেছিলে
 ভীরু পায়ে নূপুর ছন্দে 
তোমার চুলের মাতাল ঘ্রানে 
কত মাদকতায় তুমি মায়ার আশ্রয়ে এসেছিলে।।
---------------------------------------------------------------------
(১৭)- রুপালী রোদ
কথা- ইব্রাহিম আহমেদ কমল
কন্ঠ- অর্ণব
অ্যালবাম- দ্যা হিট অ্যালবাম
সাল- ২০০৭

রূপালী রোদ আজ আকাশে
স্বপ্নীল মেঘেরা ভাসে
তোমার স্মৃতি হৃদয়ে
তুমি নেই কাছে ।
বৃষ্টি ভেজা বাতাসে
মিষ্টি ছোঁয়া আবেগে
তোমার স্মৃতি হৃদয়ে
তুমি নেই কাছে ।।
মৌনতা যে ধূসর কুয়াশা
সময়ের আড়ালে
চলে গেছো আড়ালে তুমি 
আমার দৃষ্টি যতদূরে যায়
তোমার ছায়া খুজে পায়
বাধা পেরিয়ে দূরে
কল্পনাতে তুমি আমি যাবো হারিয়ে ।।


ইব্রাহিম আহমেদ কমল এর লেখা ১৭টি গানের লিরিক্স এখানে দেওয়া আছে। আপনার জানা বা অন্য কোন নতুন গান বা তথ্য থাকলে জানাবেন। ধন্যবাদ।

---- বাউল পানকৌড়ি



মন্তব্যসমূহ