আমার পথ চলা আমার পথে - ক্ষণজন্মা এক গীতিকার তরিকুল ইসলাম রূপক
তরিকুল ইসলাম রূপক নামটি ব্যান্ড আর্টসেল এর সাথে জড়িয়ে আছে। আর্টসেল ব্যান্ড মেম্বারদের বন্ধু এবং আর্টসেলের তিনটি গানের লিরিক্স তাঁরই লেখা এবং আরেকটির অর্ধেক। এই ২০২৫ সালে ১২ ফেব্রুয়ারিতে ঢাবির কেন্দ্রীয় খেলার মাঠের কনর্সাটে আর্টসেল আবার রূপক নামটি সকলে মনে করিয়ে দেয়। আর্টসেল তাদের পথচলা গানটি করার প্রথমেই স্মৃতিকাতর হয়ে জানান এ গানের গীতিকার গানের প্রথম অংশ লেখার পরই দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে মারা যান। লিখে রেখে যাওয়া বাকি অংশটুকু শেষ করেন আরেক বন্ধু গীতিকার রুম্মান আহমেদ এবং তাদের অন্যসময় অ্যালবামের রূপক গানটিও রূপককেই উৎসর্গ করে লেখা। তারপরই উপস্থিত সকলকে তাদের বন্ধুর জন্য প্রার্থনা করতে বলেন রূপক যেখানেই আছে, যেন ভালো থাকে।
তরিকুল ইসলাম রূপক জন্ম: ১৯৭৯, ১৫ নভেম্বর। ১৩ই জানুয়ারী ২০০২ সালের "সেলেব্রিয়াল ম্যালেরিয়া"য় আক্রান্ত হয়ে অদেখা ভুবনে পাড়ি জমায় প্রতিভাবান এই গীতিকার । আর্টসেল ব্যান্ডের প্রথম গান প্রকাশিত হয় ২০০১ সালে ছাড়পত্র ব্যান্ড মিক্সড অ্যালবামের “অদেখা স্বর্গ” এর গীতিকার ছিলেন রূপক। আজকে গীতিকার রূপকের গানের কথা বা লিরিক্স সবার জন্য।
অদেখা স্বর্গ
কথা- তরিকুল ইসলাম রূপক
ব্যান্ড- আর্টসেল
অ্যালবাম- ছাড়পত্র (ব্যান্ড মিক্সড)
সাল- ২০০১
নিজেকে ফিরে দেখা
আয়নাতে কার মায়ায়
আঁধারে আলোছায়া?
আমার সাথে চলে
তোমাকে নিয়ে একা
অজানা যে আকাশে উড়ে
অদেখা কোনো স্বর্গ আমার
না পাওয়া তবুও পথ দেখায়
আশাতে হতাশা ভোলায়।।
যতবার জন্মেছি তোমারই আশাতে
ততবারই আমার এ ফিরে চলা
দূর থেকে দেখা আমার ভালোবাসা
অজানা যে আকাশে উড়ে
অদেখা কোনো স্বর্গ আমার
না পাওয়া তবুও পথ দেখায়
আশাতে হতাশা ভোলায়।।
আমার ঘৃণা তোমাকে পোড়াবে না, দেখাবে স্বপ্ন
আমার দুঃখ তোমারই আকাশে মেঘ হয়ে কাঁদবে না,
অজানা যে আকাশে উড়ে
অদেখা কোনো স্বর্গ আমার
না পাওয়া তবুও পথ দেখায়
আশাতে হতাশা ভোলায়।।
আমার ঘৃণা তোমাকে পোড়াবে না, দেখাবে স্বপ্ন
আমার দুঃখ তোমারই আকাশে মেঘ হয়ে কাঁদবে না,
আমার ফেলে আসা দুঃস্বপ্নের রাত যত কষ্টের স্মৃতি
তোমার জন্য বাঁচতে শেখাবে মৃত্যু হয়ে ছোঁবে না
কত মিথ্যে অভিনয়ে গড়া এ জীবন অচেনা ছোঁয়ায়
অজানা যে আকাশে উড়ে
অদেখা কোনো স্বর্গ আমার
না পাওয়া তবুও পথ দেখায়
আশাতে হতাশা ভোলায়।।
তোমার জন্য বাঁচতে শেখাবে মৃত্যু হয়ে ছোঁবে না
কত মিথ্যে অভিনয়ে গড়া এ জীবন অচেনা ছোঁয়ায়
অজানা যে আকাশে উড়ে
অদেখা কোনো স্বর্গ আমার
না পাওয়া তবুও পথ দেখায়
আশাতে হতাশা ভোলায়।।
---------------------------------------
অপ্সরী
কথা- তরিকুল ইসলাম রূপক
ব্যান্ড- আর্টসেল
অ্যালবাম- অনুশীলন (ব্যান্ড মিক্সড)
সাল- ২০০২
এক রক্তমাংসের অপ্সরী
খুঁজে ফিরে অপূর্ণতায় পূর্ণতা
জীবনের সাথে লুকোচুরি
মনে পড়ে তুমি ছিলে পাশে
এখনও যেভাবে আছো জড়িয়ে
তবু নীরবে তোমায় স্মৃতিচারণ
সমস্ত অস্তিত্ব জুড়ে
তুমি এলে উৎসবে সাজবে নতুন আকাশ
বাতাসে ভাসবে অজানা অবাক উল্লাস
তোমার ভেতর জন্ম নেব আমি
মুছে ফেলে দু'জনার আলাদা নিঃশ্বাস।
তুমি আমার জন্য এনেছিলে স্বর্গ
শোনাতে নতুন কোন মূর্ছনা
তুমি অবাক নিঃশ্বাসে গিয়েছিলে বলে
তুমি অবাক নিঃশ্বাসে গিয়েছিলে বলে
পৃথিবীর ওপারে আরেক পৃথিবী।
আমার নিঃশ্বাসে ছিল মিথ্যে আগুন
চেতনায় কত মিথ্যে অসীমতা
অতৃপ্তি নিয়ে সাজাতে সুখের জীবন
জন্মান্তরের ভুলে ছিল স্বাধীনতা।
আমার নিঃশ্বাসে ছিল মিথ্যে আগুন
চেতনায় কত মিথ্যে অসীমতা
অতৃপ্তি নিয়ে সাজাতে সুখের জীবন
জন্মান্তরের ভুলে ছিল স্বাধীনতা।
তুমি এলে উৎসবে সাজবে নতুন আকাশ
বাতাসে ভাসবে অজানা অবাক উল্লাস
তোমার ভেতর জন্ম নেব আমি
মুছে ফেলে দু'জনার আলাদা নিঃশ্বাস।।
বাতাসে ভাসবে অজানা অবাক উল্লাস
তোমার ভেতর জন্ম নেব আমি
মুছে ফেলে দু'জনার আলাদা নিঃশ্বাস।।
------------------------------------
ভুল জন্ম
কথা- তরিকুল ইসলাম রূপক
ব্যান্ড- আর্টসেল
অ্যালবাম- অন্যসময়
সাল- ২০০২
জীবনের সব ভুলগুলো
জীবন ভুল না হতে পারে
হয়তো সময় ভুল ছিল
সময়ের ভুলে জীবন মঞ্চে
অভিনয় করছি আমি
নষ্ট হচ্ছে স্বকীয়তা
ক্রমশ নষ্ট হচ্ছি আমি।
আমি জন্মাতে দেখেছি
জীবনের সব ভুলগুলো
জীবন ভুল না হতে পারে
হয়তো সময় ভুল ছিল
সময়ের ভুলে জীবন মঞ্চে
অভিনয় করছি আমি
নষ্ট হচ্ছে স্বকীয়তা
ক্রমশ নষ্ট হচ্ছি আমি
জীবনের সব ভুলগুলো
জীবন ভুল না হতে পারে
হয়তো সময় ভুল ছিল
সময়ের ভুলে জীবন মঞ্চে
অভিনয় করছি আমি
নষ্ট হচ্ছে স্বকীয়তা
ক্রমশ নষ্ট হচ্ছি আমি
তবু চিৎকার যখন অর্থহীন আর্তনাদ
প্রতিবাদ কোন দুর্বোধ্য ভাষা
সবাই যখন আদিম উল্লাসে মত্ত
ভুল জন্ম তোমাকে জানাই বিদায়।
প্রতিবাদ কোন দুর্বোধ্য ভাষা
সবাই যখন আদিম উল্লাসে মত্ত
ভুল জন্ম তোমাকে জানাই বিদায়।
স্বপ্ন মঞ্চে মেলানো যায়না জীবন
অলীক স্বপ্নে বদলায় না বাস্তবতা
সময় বদলায়, বদলায় এ জীবন
ধীরে ফিকে হয়ে যায় আমার এ অস্তিত্ব
অলীক স্বপ্নে বদলায় না বাস্তবতা
সময় বদলায়, বদলায় এ জীবন
ধীরে ফিকে হয়ে যায় আমার এ অস্তিত্ব
ভুলের বেসাতি শেষ হয়ে যাক এবার
কষ্টে ডুবে থাকা নয়, নয় আর হাহাকার
আমার দ্বৈত স্বত্তা করছে আজ অস্বীকার
সময় তাকিয়ে দেখো পরিবর্তন বাস্তবতার।
চোখের কোণে লেগে থাকা স্মৃতিকষ্টে ডুবে থাকা নয়, নয় আর হাহাকার
আমার দ্বৈত স্বত্তা করছে আজ অস্বীকার
সময় তাকিয়ে দেখো পরিবর্তন বাস্তবতার।
ঘুমের মত তীব্র ভালবাসা
আলিঙ্গনে নিমগ্ন শূন্যতা
ভুল জন্মে আমার অসাড়তা
অসাড়তা।।
পথচলা
কথা- তরিকুল ইসলাম রূপক এবং রুম্মান আহমেদ
ব্যান্ড- আর্টসেল
অ্যালবাম- অন্যসময়
সাল- ২০০২
আর্টসেল ব্যান্ড তাদের প্রথম অ্যালবাম উৎসর্গ করেছিলো বন্ধু রূপক কে। স্মৃতির দেয়ালে ছায়া পড়ে। তারপর একদিন হারিয়ে যায় শূন্যতায়। সময়ের পথে আমাদের পথচলা কার আশায়, রূপকের মৃত্যু সবকিছু ভেঙ্গে দেয়। রূপক দাড়িয়ে রয় অন্যসময়ে স্মৃতির চৌকাঠ পেড়িয়ে। হাত বাড়িয়ে আর যায় না ছোঁয়া, তবুও সমস্ত অস্তিত্বের বিষন্ন বিরান দুপুর হয়ে পড়ে থাকে চেতনায়। এই গান, সুর, কোলাহল সব একদিন যায় সাথে মিশে যেত সে আজ ঝাপসা চোখের দূর অতীত।
পথহারা আমরা ক’জন এখনও চেয়ে থাকি অসীম আকাশের সীমানায়, চেয়ে থাকি আমাদের ফেলে আসা পথে। কোন দিন ভাবিনি অন্যসময়ের চৌকাঠের ওপারে রূপক আর এপারে পড়ে রবে রূপকহীন কবিতা গানের মৃত শরীর।
আমাদের মনের গহন রুদ্ধতার দরজা খুলে তোকে উৎসর্গ করছি আমাদের সময়। সময়ের কোলাহল নির্জনতা তোর শরীর ছুঁয়ে আজ দাঁড়িয়ে থাকে আমাদের অন্যসময়।
পথচলা গান নিয়ে আর্টসেলের কিছু কথা: রূপক গানটা অর্ধেক পর্যন্ত লিখে মারা যায়, বাকী অংশটা লিখেছে রুম্মান। ‘পথ চলা’ গানের প্রথম অংশ হচ্ছে- রূপক বলছে আমাদের, আর দ্বিতীয় অংশ হচ্ছে- আমরা রুপককে বলছি। টিউনটা করা হয়েছেও দুই অংশে। গানের মাঝখানে একটা দোলাচল আছে, আমাদের জীবনে যেহেতু একটি ছন্দপতন হয়, সেটা মাথায় রেখেই গানটাতে একটু তাল কাটাকাটি। রূপককে হারানোর দুঃখ-কষ্টটা এখানে বোঝানোর জন্য এই জিনিসটা রুপক অর্থে রেখেছি। একটা জিনিস আমরা এক এঙ্গেলে দেখছিলাম এতদিন, কিন্তু রূপকের মৃত্যুতে আমরা সেটা অন্য এঙ্গেলে দেখতে বাধ্য হলাম। আমরা এখনো খুব মিস করি ওকে।।
যেন বেলা শেষে আকাশ কার মোহে
আমার স্বপ্ন আমার সাথে
যেন স্বপ্নে ফিরে আসে স্বপ্ন হয়ে
খুঁজে পায় জীবনের তীর
জীবনকে কোন স্বপ্ন ভেবে
আমি কার আশাতে
ছুটে চলি পথে পথে
যেন কার মায়াতে
বাধা পড়েছে জীবন যে
কত সুখ কল্পনা
কত মিথ্যে প্রলভন
কষ্টের প্রতিটিক্ষন
শোনায় তার আহবান।
আমার আলোয় আলোকিত
হতে চেয়ে আধাঁরে মিলিয়ে
আমার স্বপ্ন আমার সাথে
যেন স্বপ্নে ফিরে আসে স্বপ্ন হয়ে
খুঁজে পায় জীবনের তীর
জীবনকে কোন স্বপ্ন ভেবে
আমি কার আশাতে
ছুটে চলি পথে পথে
যেন কার মায়াতে
বাধা পড়েছে জীবন যে
কত সুখ কল্পনা
কত মিথ্যে প্রলোভন
কষ্টের প্রতিটিক্ষন
শোনায় তার আহবান।
(এই লাইনগুলো রূপকের মৃত্যুর পর লেখা। রূপকের কথা অন্যসময় থেকে রুম্মান আহমেদ)
আমি আজ নেই তবু
কত সুর ওঠে বেজে
তোমার ঐ গানের মাঝে
এই পথ গেছে মিশে
আমার বেলা শেষে
স্বপ্ন ফিরে আসে
পৃথিবীর দূর দেশে
জীবনকে কোন এক স্বপ্ন
ভেবে।।
আমি কার আশাতে
ছুটে চলি পথে পথে
যেন কার মায়াতে
বাধা পড়েছে জীবন যে
কত সুখ কল্পনা
কত মিথ্যে প্রলোভন
কষ্টের প্রতিটিক্ষন
শোনায় তার আহবান।।
ছুটে চলি পথে পথে
যেন কার মায়াতে
বাধা পড়েছে জীবন যে
কত সুখ কল্পনা
কত মিথ্যে প্রলোভন
কষ্টের প্রতিটিক্ষন
শোনায় তার আহবান।।
--- বাউল পানকৌড়ি
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন