আমায় যেতে দাও ওই স্বপ্নলোকে - গীতি কবি নগর বাউল জেমস

নগর বাউল জেমসের আমাদের ব্যান্ড মিউজিকের জীবন্ত কিংবদন্তি। পুরো নাম ফারুক মাহফুজ আনাম। ভক্তরা ভালবেসে ডাকেন গুরু বলে। শুভ জন্মদিনের দিনটা ২ অক্টোবর আর সাল ১৯৬৪। ১৯৮০ সালে প্রতিষ্ঠা করেন ব্যান্ডদল ফিলিংস। ১৯৮৭ সালে ব্যান্ডের প্রথম অ্যালবাম স্টেশন রোড প্রকাশিত হয়। ১৯৮৮ সালে অনন্যা নামের একক অ্যালবাম এরপর ১৯৯০ সালে 'জেল থেকে বলছি', ১৯৯৬ সালে নগর বাউল' ১৯৯৮ সালে লেইস ফিতা লেইস এবং ১৯৯৯ সালে কালেকশন অফ ফিলিংস অ্যালবামগুলো ফিলিংস থেকে বের করা হয়। ২০০০ সাল থেকে ব্যান্ডের নাম পরিবর্তন করে রাখেন নগর বাউল। দুস্ট ছেলের দল নগর বাউল ব্যান্ডের প্রথম এ্যালবাম। দেশে বিদেশে চলচ্চিত্রে প্লে ব্যাক করে ব্যাপক সফলতা অর্জণ করেছেন। দেশের ব্যান্ড মিউজিকের আইকন এবং এক মাত্র সুপারস্টার। খুব বেশি গান রচনা না করলেও তাঁর মিউজিকের শুরুর প্রথম দিকে চমৎকার কিছু গান লিখেছেন। আজকে গীতিকার নগর বাউল জেমসের গানের কথা বা লিরিক্স সবার জন্য।


(১)
স্টেশন রোড
কথাঃ ফারুক মাহফুজ আনাম (জেমস)
ব্যান্ডঃ ফিলিংস
অ্যলবামঃ স্টেশন রোড
সালঃ ১৯৮৭

স্টেশন রোডের জীবন ধারা
ফুটপাথের ঐ নগর নটিরা
ভাতের আশায় দিচ্ছে শরীর
যেন ত্রিমাত্রিক জীবন্ত ছবি
স্টেডিয়ামের জরিনা বিবি
ভীষণ জ্বরে ঘুম আসেনা
ভাতের আশায় দিচ্ছে শরীর
যেন ত্রিমাত্রিক জীবন্ত ছবি
লোভী দৃষ্টি এখানে সেখানে
ছড়িয়ে আছে কিছু মাংসপিন্ড
অসহায় মানুষের আর্তনাদে
মেঘনা যমুনার পাড় ভাঙে
কত সুন্দর সব স্বপ্নকলি
অসময়ে হায় হয়রে পতন
অনিন্দ কোলাহল থমকে যায়
বেড়েই চলে শুধু মৃত আশা
এসো সবাই মিলে গড়ে তুলি
আনকোড়া এক নতুন সমাজ
ধর্মের ব্যারিকেড ভেঙে ফেলো
স্বাধীনভাবে কিছু ভাবতে শেখো
লোভী দৃষ্টি এখানে সেখানে
ছড়িয়ে আছে কিছু মাংসপিন্ড
অসহায় মানুষের আর্তনাদে
মেঘনা যমুনার পাড় ভাঙে।।

(২)
ঝর্ণা থেকে নদী
কথাঃ ফারুক মাহফুজ আনাম (জেমস)
ব্যান্ডঃ ফিলিংস
অ্যালবামঃ স্টেশন রোড
সালঃ ১৯৮৭

ঝরণা থেকে নদী বয়ে চলে যায় বহুদূরে
মন থেকে প্রেম বয়ে চলে হৃদয় গভীরে
ফিরে চলে মাঝিরা গান করে
অলস দুপুরে ঘরে ফিরতে
সানাইয়ের সুরে সুরে চলে গেলে
ফিরে এলেনা
ভাল লাগে বাউলের গান শুনে
ভোরে কুয়াশায় ঘরে ফিরতে
তোমাকে খুঁজে ফেরে এ দুটি চোখ সারাবেলা
ঝরণা থেকে নদী বয়ে চলে যায় বহুদূরে
মন থেকে প্রেম বয়ে চলে হৃদয় গভীরে

(৩)
আমায় যেতে দাও
কথাঃ ফারুক মাহফুজ আনাম (জেমস)
ব্যান্ডঃ ফিলিংস
অ্যালবামঃ স্টেশন রোড
সালঃ ১৯৮৭

আমায় যেতে দাও ওই স্বপ্নলোকে
যেখানে ক্ষুধা নেই
সেই চন্দ্রমল্লিকার দেশে
আমায় যেতে দাও ওই স্বপ্নলোকে
যেখানে ক্ষুধা নেই
ওই চন্দ্রমল্লিকার দেশে
ভরিয়ে দাও সব শূন্যতা আমার
মুছে দাও সব ব্যর্থতা
ফিরিয়ে দাও সেই স্বপ্নকুড়ি
যেখানে ক্ষুধা নেই
সেই চন্দ্রমল্লিকার দেশে
আমায় যেতে দাও ওই স্বপ্নলোকে

(৪)
আগের জনমে
কথাঃ ফারুক মাহফুজ আনাম (জেমস)
ব্যান্ডঃ ফিলিংস
অ্যলবামঃস্টেশন রোড
সালঃ ১৯৮৭

আগের জনমে তুমি ছিলে আমার….
আর এই জনমে তুমি ভুলে গেলে আমায়
সেই চোখ আর এই চোখ
যেন আগের মত হাসে।
ভূলে গেছো তুমি মনে রাখনি আমায়
ভূলে গেছো তুমি
সেই মন আর এই মন
যেন আগের মতই উচ্ছল।
চলে গেছ তুমি ফিরে আসনি আবার
চলে গেছ তুমি।।

(৫)
আর নয় যুদ্ধ
কথাঃ ফারুক মাহফুজ আনাম (জেমস)
ব্যান্ডঃ ফিলিংস
অ্যলবামঃ স্টেশন রোড
সালঃ ১৯৮৭

আর নয় যুদ্ধ
আর নয় ধংস
আর নয় হিংসা বিদ্বেষ
আর নয় অপমৃত্যু
আর নয় হত্যা
আর নয় রক্ত প্লাবন…।
সাবধান ও কাপতান
সামনে দূর্যোগ
খোল হাল তোল পাল
অনাহারী
শান্তিকামী
আর নয় মিছে হাহাকার..।
আর নয় সাদাকালো
আর নয় ব্যভিচার
আর নয় আদিমতা
ভোর হল
চোখ মেল
আর নয় নীরবতা..।


-------------------------------------------------
(৬)
হৃদয়ের একলা প্রান্তরে 
কথাঃ ফারুক মাহফুজ আনাম (জেমস)
ব্যান্ডঃ ফিলিংস
অ্যলবামঃ জেল থেকে  বলছি
সালঃ ১৯৯৩

হৃদয়ের একলা প্রান্তরে স্বপ্নের চিবুক ধরে
অনন্ত একাকী পড়ে আছি এই আমি
অন্ধকার বানী হাল টানে রে।
আমার রাতের শয্যা শুধু বিষাদের চাদর
ও কান্না
প্রজাপতি খুশীরা বিবাগী এখন।
বিষণ্ণ বহু বিকেলে ধু ধু যমুনার বুকে
ঝিঝির কোরাসে
বেজে ওঠে মেলোডি বেদনার বালুচরে।
জীবনের এই অ্যালবামে বিবর্ণ বহু ছবিতে
রঙ্গিন দিন গুলো
সাদা কালো হয়ে গেছে তোমায় না পেয়ে।





নগর বাউল জেমস এর বাহিরেও কয়েকটি গান দ্বৈতভাবে লিখেছেন, আবার কিছু গানের ব্যাসিক কনসেপ্ট  তিনিই দিয়েছেন সেসব এখানে উল্লেখ করা হয়নি। তাঁর অ্যালবাম ঘেটে এই ছয় (০৬) টি লেখা গানই পেয়েছি। আপনার জানা বা অন্য কোন গান বা তথ্য থাকলে জানাবেন। ধন্যবাদ। 

----- বাউল পানকৌড়ি

মন্তব্যসমূহ