সাধক শাহজাহান মুন্সি এবং তাঁর গান
সাধক শাহজাহান মুন্সি যাকে মানিকগঞ্জের তেওতায় সবাই তাকে পীর হিসেবে জানে। তাঁর প্রকৃত নাম শাহজাহান মিঞা। শাহজাহান মিঞা নামেই ফ্রান্স থেকে তাঁর প্রথম সিডি এ্যালবাম প্রকাশিত হয়। শাহজাহান মুন্সির ভাষ্য হচ্ছে তারা হচ্ছেন মিঞা বংশের লোক। তাঁর এক দাদা মিলাদ পড়াতেন, নামাজ পড়াতেন এজন্য সবাই তাকে মুন্সি বলে ডাকতো সেই কারণেই নিজের পছন্দে নিজেই নামের পাশে মুন্সি শব্দটি যোগ করেন।
শাহজাহান মুন্সি খুব অল্প বয়সেই টাইফয়েডে দৃষ্টি শক্তি হারান। কোন একদিন প্রতিবেশীর দোতারা বাজানো শুনে দোতারায় আকৃষ্ট হয়ে পড়েন দোতারা বাধ্যযন্ত্রটির শিখতে থাকে। তারপর থেকেই ওস্তাদ ধরে গান শিখেন এবং তাঁর সরল কথা এখন শিখছেন। তাঁর আগে তার বংশে আর কেউ গান সাধনায় যুক্ত ছিলেন না । নিজেকে বাউল বলেও পরিচয় দিতে পছন্দ করেন না। খুব বেশি পছন্দ করেন লালন ফকিরের গান পরিবেশন করতে। মাত্তাল রাজ্জাক দেওয়ান, রজ্জব আলী দেওয়ান, ক্বারী আলাউদ্দিন বয়াতী, বিজয় সরকার সহ মরমী সাধকদের গানে তার আগ্রহ বেশি।
১৯৯২ সালের ১লা জানুয়ারি ফ্রান্স থেকে প্রকাশিত হয় তাঁর প্রথম সিডি এ্যালবাম। একটি বাদ্যযন্ত্র (instrumental) এবং আটটি গানের ৫৬ মিনিটের একটি পূর্নাঙ্গ এ্যালবাম।
১. বাদ্যযন্ত্র (instrumental) ২. আয় মোহাম্মদ কামলীওয়ালা ৩. আয় খেয়ে নে বেহেস্তের সেই সুরাবান তহুড়া ৪. কই হইলো মোর মাছ ধরা ৫. কালায় আমায় পাগল করেছে ৬. শ্রীচরণ পাব বলে ভবকূলে ৭. ইতর পানা কার্য আমার ৮. না বুঝে মজো না পিরিতে ৯. আমি যে জ্বালাতে জ্বলে মরি।
২০০৩-২০০৪ সালে একতারা মিউজিক থেকে প্রকাশিত হয় তাঁর এ্যালবাম “এক জনা”। ফকির লালন সাঁই, রজ্জব আলী দেওয়ান এবং সংগ্রহীত ফোক গানের ১০টি গান নিয়ে একতার মিউজিক কোম্পানি এবং একতার মিউজিকের নিজস্ব কম্পোজিশনে এ্যালবামের প্রতিটি গান জনপ্রিয়তা পায়।
১. রূপ সাগর ২. আরশী নগর ৩. ছেড়ে দিয়ে রংপুর ৪. একজনা ৫. সহজ মানুষ ৬. অচিন পাখি ৭. যতন করে পুষলাম পাখি ৮. জাত গেল ৯. মন আমার দেহ ঘড়ি ১০. পার কর হে দয়াল।
একতার মিউজিক থেকে প্রকাশিত নয়া পুরান মিক্সড এ্যালবামে শাহজাহান মুন্সির গাওয়া “প্রেমের প্রতিদান” গানটি প্রচন্ড রকম জনপ্রিয়তা লাভ করে।
শাহজাহান মুন্সির গান
(১) আয় খেয়ে নে বেহেশতের সেই সরাবন তহুরা
কথা: রজ্জব আলী দেওয়ান
কন্ঠ: শাহজাহান মুন্সি
আয়, খেয়ে নে বেহেশতের সেই সরাবন তহুরা।
আল-কোরআনে আসলো প্রমান, আশেক-গাং তার ইশারা,
আয়, খেয়ে নে বেহেশতের সেই সরাবন তহুরা।
বেহেশতে যা হয় ব্যবহার, সমাজে তা হল প্রচার,
আপনে খুলবে বেহেশ্তের দ্বার, সত্য মুমিন হবে যারা,
আয় খেয়ে নে বেহেশতের সেই সরাবন তহুরা।
মুমিনদের খেদমতের তরে, ইশকেরও পেয়ালা করে,
প্রেম অমৃত সুধা ভরে, কত, কূল গেলে, মান আছে খাড়া।
আয়, খেয়ে নে বেহেশতের সেই সরাবন তহুরা।
নবী-অলি-পীর-সাধু পান করে তার এক বিন্দু,
ধ্যান ধরে এক দীনবন্ধু, কাটায় এক নেশাতেই জনমভরা,
আয়, খেয়ে নে বেহেশতের সেই সরাবন তহুরা।
রজ্জব-এ সেই নেশার ঝোকেই, মুখে আবোল-তাবোল বকে,
আবার জ্ঞান করে তা, জ্ঞানী লোকে, অজ্ঞানে কয় পাগল করা,
আয়, খেয়ে নে বেহেশতের সেই সরাবন তহুরা
(২) প্রেমের প্রতিদান / আমায় যত দেও হে ব্যাথা
কথা: আলাউদ্দিন বয়াতী
কন্ঠ: শাহজাহান মুন্সি
আমায় যত দাও হে ব্যাথা
হৃদয়ে রাখিবো গাঁথা
একদিন জানি ব্যাথার হবে অবসান।
প্রিয় বন্ধু বলে বুক ভাসিবে নয়ন জলে
দেহ ছেরে চলে যাবে যেদিন আলাউদ্দিন এর প্রাণ।
বাঁধিয়া মায়াডোরে কাঁদালি এমন করে
এই কি প্রেমের প্রতিদান ??
রাখিয়া তোমার কথা ছড়িলাম মাতা পিতা
হৃদয়ে রেখেছি তোমার প্রেমের বান।
কাঁদি দিবস-রাতি, মোর বাসরে নাই বাতি
গেল জাতি কুল ও মান।
বাঁধিয়া মায়াডোরে কাঁদালি এমন করে
এই কি প্রেমের প্রতিদান ??
প্রথম যেদিন হাতে ধরে বুকে টেনে নিলে মোরে
বলেছিলে হৃদয় মাঝে দিব স্থান
করে মিথ্যে অভিনয় পাগল মন করেছ জয়
করে মিথ্যে অভিনয় কোমল মন করেছ জয়
কেন সাজিলে পাষাণ।
বাঁধিয়া মায়াডোরে কাঁদালি এমন করে
এই কি প্রেমের প্রতিদান?
(৩) মানুষ রতন করো তারে যতন
কথা: রজ্জব আলী দেওয়ান
কন্ঠ: শাহজাহান মুন্সি
(৪) ভুলি নাই ভুলি নাই তোমারে দরদী
কথা: শাহজাহান মুন্সি
কন্ঠ: শাহজাহান মুন্সি
(৫) কেন পিরিতি বাড়াইলারে বন্ধু ছেড়ে যাইবা যদি
কথা: শাহ আব্দুল করিম
কন্ঠ: শাহজাহান মুন্সি
(৬) বাড়ির কাছে আরশী নগর এক ঘর পড়শিব সত করে
কথা: ফকির লালন সাঁই
কন্ঠ: শাহজাহান মুন্সি
(৭) জাত গেলো জাত গেলো বলে
কথা: ফকির লালন সাঁই
কন্ঠ: শাহজাহান মুন্সি
(৮) গুনে পড়ে সারলি দফা করলি রফা গোলেমালে
কথা: ফকির লালন সাঁই
কন্ঠ: শাহজাহান মুন্সি
(9) সহজ মানুষ ভজে দেখ দেখি মন দিব্য জ্ঞানে
কথা: ফকির লালন সাঁই
কন্ঠ: শাহজাহান মুন্সি
---- বাউল পানকৌড়ি
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন