লালন সাধক আব্দুল লতিফ শাহ ফকির : লালন গান
আব্দুল লতিফ শাহ ফকির
চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার জাঁহাপুর গ্রামে জন্ম। একজন প্রখ্যাত লালন সাধক, লালন গানের শিল্পী, বাউল, কবি, দার্শনিক, আলোচক, গবেষক। আব্দুল লতিফ শাহ এসব পরিচয়ের বাহিরে একজন পরিবেশবাদী এবং নদ-নদী ও পরিবেশ সুরক্ষা সংগঠনের সক্রিয় সদস্য।
ফকির লালন সাইয়ের জীবন ও কর্মের উপর নির্মিত “মনের মানুষ” চলচ্চিত্রে লালনের গানে কন্ঠ দিয়ে অর্জন করেছেন জাতীয় ও আর্ন্তজাতিক অনেক পুরস্কার প্রশংসা এবং পেয়েছেন ভক্ত সাধারনের অংসখ্য ভালবাসা।
আব্দুল লতিফ শাহের আরেকটা পরিচয় হচ্ছে মরমী সুর সাধক ২১শে পদকপ্রাপ্ত খোদাবক্স শাহের সুযোগ্য সন্তান। ।
(১)
এলাহি আলমিন গো আল্লাহ বাদশাহ আলমপনা তুমি
কন্ঠ- লতিফ শাহ ফকির
তুমি ডুবায়ে ভাসাইতে পারো
ভাসায়ে কিনার দাও কারো
রাখো মারো হাত তোমার ও
তাইতে তোমায় ডাকি আমি
এলাহি আলমিন গো আল্লাহ
বাদশাহ আলমপনা তুমি।
নূহ নামের এক নবীরে
ভাসাইলে অকুল পাথারে
আবার তারে মেহের করে
আপনি লাগান কিনারে
জাহের আছে ত্রিসংসারে
আমায় দয়া করো স্বামী
এলাহি আলমিন গো আল্লাহ
বাদশাহ আলমপনা তুমি।
নিজাম নামে বাটপার সে তো
পাপেতে ডুবিয়া রইতো
তার মনে সুমতি দিলে
কুমতি তার গেলো চলে
আউলিয়া নাম খাতায় লিখলে
জানা গেল ঐ রহমই
এলাহি আলমিন গো আল্লাহ
বাদশাহ আলমপনা তুমি।
নবি না মানিলো যারা
মোয়াহেদ কাফেরও তারা
সেই মোয়াহেদ দায়মোল হবে
বে-হিসাব দোজখে যাবে
আবার তারা খালাস দিবে
লালন কয় মোর কি হয় জানি
এলাহি আলমিন গো আল্লাহ
বাদশাহ আলমপনা তুমি।
(২)
পাখি কখন জানি উড়ে যায়
কন্ঠ- লতিফ শাহ ফকির
পাখি কখন জানি উড়ে যায়
একটা বদ হাওয়া লেগে খাঁচায়
পাখি কখন জানি উড়ে যায়।
খাঁচার আড়া পরলো ধসে
পাখি আর দাঁড়াবে কী সে।
ঐ ভাবনা ভাবছি বসে
চমক ঝড়া বইসে গায়।
ভেবে অন্ত নাহি দেখি
কার বা খাঁচায় কেবা পাখি
আমার এই আঙ্গিনায় থাকি
আমারে মজাতে চায়।
আগে যদি যেত জানা
জোংলা কভু পোষ মানে না
তবে উহার সনে প্রেম করতাম না
লালন ফকির কেঁদে কয়।
(৩)
ডুবে দেখ দেখি মন কি রূপ লীলাময়
কন্ঠ- লতিফ শাহ ফকির
কিরূপ লীলাময়
ডুবে দেখ দেখি মন কি রূপ লীলাময়
যারে আকাশ-পাতাল খুঁজিস যারে
এ দেহে সে রয়।
লাম আলিফ লুকায় যেমন
মানুষে সাঁই আছে তেমন
তা নইলে কি সব নূরীত্বন
আদম তনে সেজদা জানায়।
আহাদে আহমদ হলো
মানুষের সাঁই সে জন্ম নিল
লালন মহা ফেরে পড়লো
সিরাজ সাঁইজির অন্ত না পাওয়ায়।
(৪)
ফকিরি করবি ক্ষ্যাপা কোন রাগে
কন্ঠ- লতিফ শাহ ফকির
ফকিরি করবি ক্ষ্যাপা কোন রাগে
আছে হিন্দু-মুসলমান দুই ভাগে
হিন্দু-মুসলমান দুই ভাগে
ফকিরি করবি ক্ষ্যাপা কোন রাগে।
বেহস্তের আশায় মোমিনগণ
হিন্দুরা দেয় স্বর্গেতে মন
বেহেস্ত স্বর্গ ফাটুক সমান
কার বা তা ভাল লাগে।
সেই ফকিরি সাধন করা
খোলসা রয় হজুরে
চল কী সে অটল মোকাম
নিহাজ করে জান আগে।।
অটল প্রাপ্তি কিসে হয়
মুরশিদের ধরে জানিতে হয়
সিরাজ সাঁই তাই লালন সাঁইয়ে
যেনো পড়িস নে ভবের ভোগে।
(৫)
খেয়েছি বে-জেতে কচু না বুঝে
কন্ঠ- লতিফ শাহ ফকির
এখন তেঁতুল কোথা পাই খুঁজে
খেয়েছি বে-জেতে কচু না বুঝে
এখন তেঁতুল কোথা পাই খুঁজে
খেয়েছি বে-জেতে কচু না বুঝে।
কচু এমন মান গোঁসাই
তারে কেউ চিনলে নারে ভাই
খেয়ে হলাম পাগলপারা
এখন চুপনি ঘরা চুলকাচ্ছে।
ভবে নিমবৃক্ষ
ওতে দেই চিনির সার
তাতে কি হয় আর মিঠা
এমনি কচুর বংশ যে।
যত সব ভেড়ুয়া বাঙ্গালি
কচুকে মান গোঁসাই বলে
লালন ভেঁড়ো খেয়ে দেখলো
ঐ কথায় কি মন মজে ॥
![]() |
আব্দুল লতিফ শাহ ফকির |
বাউল পানকৌড়ি---- ০৬.০২.২০২৫
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন