পানি সহজে বিশুদ্ধ করার উপায়-- বন্যার্তদের জানা প্রয়োজন

দেশের বর্তমান বন্যার কারনে বন্যা কবলিত অঞ্চলে বিশুদ্ধ খাবার পানির তীব্র সংকট দেখা দিয়েছে। বিশুদ্ধ পানির অপর নাম জীবন সেজন্য আমাদের জানতে হবে এই পরিস্থিতে কিভাবে পানি বিশুদ্ধ করা যায়। যদি যদি বাড়িতে আগুন জ্বালানোর মতো অবস্থা থাকে তাহলে অবশ্যই পানি ফুটিয়ে পান করবো।


  • পটাশ বা ফিটকিরি: এক কলসি পানিতে সামান্য পরিমাণ ফিটকিরি মিশিয়ে দুই থেকে তিন ঘণ্টা রেখে দিলে পানির ভেতরে থাকা ময়লা তলানিতে জমে। এ ক্ষেত্রে পাত্রের ওপর থেকে শোধিত পানি সংগ্রহ করে তলানির পানি ফেলে দিতে হবে।
  • এক লিটার পানিতে দুই শতাংশ আয়োডিনের দ্রবণ মিশিয়ে কিছুক্ষণ ঢেকে রাখলেও পানি বিশুদ্ধ হয়। তবে কাজটি করতে হবে দক্ষ কারো সহায়তায়। কেননা পানি ও আয়োডিনের মাত্রা ঠিক না থাকলে সেই পানি শরীরের ক্ষতি করতে পারে।
  • তিন লিটার পানিতে একটি হ্যালোজেন ট্যাবলেট গুলিয়ে রেখে দিলে এক ঘণ্টা পর পানি বিশুদ্ধ হয়।
  • বৃষ্টির পানি সংগ্রহ: বৃষ্টি শুরু হওয়ার ১০ মিনিট পর থেকে পরিষ্কার পাত্রে পানি সংগ্রহ করে রাখলে পানি পানের উপযোগী হয়। এ ক্ষেত্রে আকাশ থেকে সরাসরি পড়া বৃষ্টির পানি সংগ্রহ করতে হবে। বাড়ির ছাদ বেয়ে পড়া বা গাছের পাতা ছুঁয়ে পড়া বৃষ্টির পানির সঙ্গে নানারকম জীবাণু মিশে থাকে।


পানির নিচে থাকা টিউবয়েল ভেসে ওঠার পর তাতে ব্লিচিং পাউডার দিয়ে বিশুদ্ধ করা যেতে পারে। এক্ষেত্রে এক কলস পানিতে তিন থেকে চার চা-চামচ ব্লিচিং পাউডার মিশিয়ে সেই পানি টিউবয়েলের ভেতর ঢালুন। আধা ঘণ্টা এই অবস্থায় রাখার পর টানা আধা ঘণ্টা টিউবয়েল চেপে পানি বের করে ফেলে দিন।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে প্রকাশিত বন্যা মোকাবেলায় জনসাধারণের করনীয় বই  ডাউনলোড লিংক-- https://rb.gy/r17ib1


--- বাউল পানকৌড়ি (২৭.০৮.২০২৪)

মন্তব্যসমূহ